ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেলে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। স্কুলে স্কুলে পথসুরক্ষার বিষয়ে পাঠও দেওয়া হবে। ইতিমধ্যে জেলা পরিষদ প্রশাসন এবং শিক্ষাবিভাগের সঙ্গে এবিষয়ে বৈঠকও হয়েছে। ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সাইকেলগুলিতে রিফ্লেক্টর লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করে পূর্ণাঙ্গ বিষয়টি জানানো হবে বিদ্যালয়গুলিকে। শুধু তাই নয়, পথ নিরাপত্তা বিষয়ে পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ যাতে হাতেকলমে পাঠ দেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।”
advertisement
প্রসঙ্গত জঙ্গলমহল ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর কিংবা শহরতলী এলাকার পড়ুয়ারা স্কুলে আসতে সাইকেল ব্যবহার করে। জেলাজুড়ে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার চলছে। নতুন সংস্কার হওয়া ঝাঁ চকচকে রাস্তায় বাইক ও বড় গাড়ি প্রচণ্ড জোরে ছুটছে। এর জেরে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের। পড়ুয়াদের পাশাপাশি আমজনতা সাইকেল আরোহীর কথাও ভাবা হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, গ্ৰামীণ এলাকার ছেলেমেয়েরা সাইকেলে স্কুলে যায়। অনেকে সন্ধ্যায় টিউশন পড়েও সাইকেলে বাড়ি ফেরে। অন্ধকার পথে স্কুলপড়ুয়াদের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা সামনে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, জেলা প্রশাসন বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে। শুধু তাই নয়, জেলা পরিষদের আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে সকল সাইকেল আরোহীদের সাইকেলে রিফ্লেক্টটর লাগানো হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের মতে, এক অভাবনীয় সিদ্ধান্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। জঙ্গলমহলের অধিকাংশ পড়ুয়া এবং সাধারণ মানুষ সাইকেল ব্যবহার করে। তাই দুর্ঘটনা এড়াতে এমন নজিরবিহীন সিদ্ধান্ত জেলা প্রশাসনের।






