TRENDING:

Sabuj Sathi Cycle : দুর্ঘটনা আর ধারেকাছে ঘেঁষবে না, সবুজ সাথী সাইকেলে 'বিরাট' পরিবর্তন! রাস্তাঘাটে সুরক্ষা বাড়ল পড়ুয়াদের

Last Updated:

Sabuj Sathi Cycle : স্কুল পড়ুয়াদের পথ সুরক্ষা দিতে এবার নতুন ভাবনা শিক্ষা দফতরের। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবার পড়ুয়াদের সাইকেলে লাগানো হবে রিফ্লেক্টর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: প্রতিদিনই পথে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে আমজনতাকে। রাস্তাঘাটে সম্প্রসারণ ও উন্নতির কারণে প্রতিদিনই দ্রুত গতিতে ছুটছে একাধিক ছোট-বড় গাড়ি। পাল্লা দিয়ে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। একদিকে পড়ুয়াদের সুরক্ষা, অন্যদিকে আমজনতার সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা বিভাগ ও জেলা পরিষদ। স্কুল পড়ুয়াদের পথ সুরক্ষা দিতে এবার নতুন ভাবনা শিক্ষা দফতরের। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবার পড়ুয়াদের সাইকেলে লাগানো হবে রিফ্লেক্টর।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেলে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। স্কুলে স্কুলে পথসুরক্ষার বিষয়ে পাঠও দেওয়া হবে। ইতিমধ্যে জেলা পরিষদ প্রশাসন এবং শিক্ষাবিভাগের সঙ্গে এবিষয়ে বৈঠকও হয়েছে। ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সাইকেলগুলিতে রিফ্লেক্টর লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করে পূর্ণাঙ্গ বিষয়টি জানানো হবে বিদ্যালয়গুলিকে। শুধু তাই নয়, পথ নিরাপত্তা বিষয়ে পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ যাতে হাতেকলমে পাঠ দেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুন : দশ-বিশ ছাড়ুন, ১০০ ভরিও এখানে তুচ্ছ! কেজি কেজি সোনায় সাজছে কৃষ্ণনগরের ‘বুড়িমা’! বিসর্জনের পর এই গয়নার কী হয়?

প্রসঙ্গত জঙ্গলমহল ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর কিংবা শহরতলী এলাকার পড়ুয়ারা স্কুলে আসতে সাইকেল ব্যবহার করে। জেলাজুড়ে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার চলছে। নতুন সংস্কার হওয়া ঝাঁ চকচকে রাস্তায় বাইক ও বড় গাড়ি প্রচণ্ড জোরে ছুটছে। এর জেরে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের। পড়ুয়াদের পাশাপাশি আমজনতা সাইকেল আরোহীর কথাও ভাবা হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, গ্ৰামীণ এলাকার ছেলেমেয়েরা সাইকেলে স্কুলে যায়। অনেকে সন্ধ্যায় টিউশন পড়েও সাইকেলে বাড়ি ফেরে। অন্ধকার পথে স্কুলপড়ুয়াদের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা সামনে এসেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভুবন বাদ্যকরকে মনে আছে? 'কাঁচা বাদাম'-খ্যাত গায়কের অট্টালিকায় কারা থাকে জানেন?
আরও দেখুন

তিনি আরও বলেন, জেলা প্রশাসন বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে। শুধু তাই নয়, জেলা পরিষদের আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে সকল সাইকেল আরোহীদের সাইকেলে রিফ্লেক্টটর লাগানো হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের মতে, এক অভাবনীয় সিদ্ধান্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। জঙ্গলমহলের অধিকাংশ পড়ুয়া এবং সাধারণ মানুষ সাইকেল ব্যবহার করে। তাই দুর্ঘটনা এড়াতে এমন নজিরবিহীন সিদ্ধান্ত জেলা প্রশাসনের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sabuj Sathi Cycle : দুর্ঘটনা আর ধারেকাছে ঘেঁষবে না, সবুজ সাথী সাইকেলে 'বিরাট' পরিবর্তন! রাস্তাঘাটে সুরক্ষা বাড়ল পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল