এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ বিশ্বাস জানান , ২০২৩ সাল থেকে তাদের স্কুলে শিক্ষকের সংখ্যা কম রয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শিক্ষকের কোন ব্যবস্থা হয়নি।
advertisement
এ বিষয়ে মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা জানান, সম্প্রতি মানবাজারের এই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিণত হয়েছে। সেই কারণেই এখনও পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক সেখানে দেওয়া হয়ে ওঠেনি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান মিলবে।
পড়ুয়াদের ভবিষ্যতের ভিত মজবুত হয় বিদ্যালয় থেকে। কারণ পড়াশোনার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়েছে মানবাজারে ঝাড়বগ্দা হাই স্কুল। তবুও গেস্ট টিচাররা যথাযথভাবে পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করছেন। পড়ুয়ারাও এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন। তবে এই সমস্যার কবে সমাধান মেলে সেটাই এখন দেখার বিষয়।