সূত্র মারফত জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রসূন রায়। তাঁর শশুরবাড়ি পুরুলিয়ার এই হুচুক পাড়াতে। নীলিমা মঙ্গলের বাড়ি এটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাড়িতে তিন বোন ও এক ভাই বসবাস করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগসূত্র রয়েছে এই বাড়ির সঙ্গেই। সেই কারণেই এই বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান।
advertisement
গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। ভিড় জমাচ্ছেন বহু কৌতুহলী মানুষ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কিনারা করতে ফের শুরু হয়েছে ইডির হানা। এসএসসি কেলেঙ্কারির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। প্রায় ২৭.১৯ কোটি টাকার সম্পত্তি ইতিপূর্বেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা যায়, পুরুলিয়ায় তাঁর শ্বশুরবাড়িতে তাই সাত সকালে হানা দিয়েছে ইডি। চলছে তল্লাশি। ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। সূত্র মারফত এও জানা গিয়েছে , এই বাড়িতে বসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলত নানান পরিকল্পনা। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে এই বাড়ি থেকে তাঁরা গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন। তাই শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা করতে ফের তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।