Tannishtha Chatterjee Cancer Update: মারণ অলিগোমেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, কী হয় ক্যানসারে? কী এর বিশেষত্ব? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tannishtha Chatterjee Cancer Update: তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি অলিগো মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত। কী হয় এই ক্যানসারে? আর্ট অফ হিলিং ক্যানসারের প্রধান, চিকিৎসক মনদীপ সিং এই ক্যানসার সম্পর্কে জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
অলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার হল এক ধরনের ক্যানসার হল স্তন ক্যানসারের থেকে বাড়ে। এটি শরীরের মূল আক্রান্ত স্থান থেকে কয়েকটি নির্দিষ্ট স্থানে ছড়িয়ে পড়ে, সাধারণত পাঁচটির কম। এই অবস্থাটি স্থানীয় ক্যানসার (যেটি একটি জায়গায় সীমাবদ্ধ) এবং বিস্তৃত মেটাস্ট্যাটিক ক্যানসার (যা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে) এর মাঝামাঝি একটি পর্যায়।
advertisement
অলিগোমেটাস্ট্যাটিক ক্যানসার চিকিৎসায় লোকাল থেরাপি বা স্থানীয় চিকিৎসা কার্যকর হতে পারে, যা কিছু ক্ষেত্রে রোগ নিরাময় করার সম্ভাবনা তৈরি করে। এই ক্ষেত্রে স্তন থেকে ক্যানসার লিভার বা হাড়ের দুই অংশে ছড়িয়ে পড়তে পারে। কিছু রোগীর ক্ষেত্রে, এই সীমিত বিস্তার স্থানীয় চিকিৎসার মাধ্যমে নিরাময় বা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।
advertisement
আট মাস আগে স্তন ক্যানসার ধরা পড়ে তন্নিষ্ঠার। আর তারপরেই শুরু হয় বাঁচার লড়াই। একটু ভাল থাকার লড়াই। ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে সাধের চুল ও। তবে হার মানেননি তন্নিষ্ঠা, মানবেনও না। ক্যানসার তাঁর মুখ থেকে কেড়ে নিতে পারেনি হাসি। সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই লিখলেন অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
advertisement
তাঁর কথায়, ''সব কিছু ভেঙে পড়লেও আমি ভেঙে যাইনি। আমার সবচেয়ে বড় শিক্ষা হল—মানুষ এখনও যত্নশীল, শুধু তাদের কাছে হাত বাড়াতে হয়।'' রবিবার ইনস্টাগ্রাম পোস্টে তন্নিষ্ঠা লেখেন, ''গত আট মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়—এটি বলতে হলে সত্যিই কম বলা হবে। যেন বাবা ক্যানসারে হারানো যথেষ্ট ছিল না। আট মাস আগে আমাকে ধরা পড়ল চতুর্থ পর্যায়ের ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার। কিন্তু এই পোস্টটি কষ্টের জন্য নয়, বরং ভালবাসা ও শক্তি নিয়ে।''
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে পাশে পেয়েছেন বন্ধুদের। তাঁদের ছবি পোস্ট করে তন্নিষ্ঠা লিখেছেন, 'আমি এই শক্তি ও ভালবাসা পেয়েছি আমার বন্ধু ও পরিবারের কাছ থেকে, যারা আমার সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছে এবং সত্যিকারের হাসি ফিরিয়ে এনেছে। আজকের এই প্রযুক্তিপ্রধান দুনিয়ায়, মানুষই সেই অসাধারণ শক্তি, যার সহমর্মিতা, উপস্থিতি এবং ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে।'
advertisement
এই ক্যানসারে টিউমরের মাধ্যমে রোগীর শরীরের সীমিত সংখ্যক স্থানে ছড়িয়ে পড়ে। এই ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে জীবনযাপন কঠিন হয়ে উঠেছে তন্নিষ্ঠার। গত কয়েক মাস প্রবল চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন বলে জানিয়েছেন সাক্ষাৎকারে। তন্নিষ্ঠার বাবা মারা যান ক্যানসারে। ইনস্টাগ্রামে কেমো নেওয়ার ফলে তাঁর চুল পড়ে যাওয়া ন্যাড়া মাথার ছবি পোস্ট করেছেন তিনি।