পরিবার নিয়ে দুশ্চিন্তায় চাকরিহারা শিক্ষকেরা। এই পরিস্থিতিতে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন কোলাঘাটের প্রাক্তন প্রধান শিক্ষক অয়নেন্দু ঘটক। প্রধান শিক্ষক হিসাবে তিনি চাকরি জীবন থেকে অবসর নেন। তারপর গড়ে তোলেন কোলাঘাটের রাইন গ্রামে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন। বেসরকারি প্রতিষ্ঠান হলেও এই শিক্ষা প্রতিষ্ঠান মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিতফলে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর পাশে দাঁড়াতে তাদের পরিবারের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি।
advertisement
এ বিষয়ে তিনি জানান, সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে সারা বছর পড়াশোনা, পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।যতক্ষণ না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, ততদিন তিনি তাদের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভার নেবেন। এই বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করার পর, কোলাঘাট এলাকার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা যোগাযোগ করেছে বলে জানান তিনি।