SSC Teacher Salary: চলতি মাসে বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত

Last Updated:

নিয়মমাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলেও তাঁদের বেতন দিলে কনটেম্পট অফ কোর্ট অর্থাৎ, আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞেরা।

News18
News18
কলকাতা: গত বৃহস্পতিবার, ৩ এপ্রিল৷ অনেকের কাছেই অভিশপ্ত দিন৷ কারণ এই দিনে চাকরি হারিয়েছেন রাজ্যের কমপক্ষে ২৫ হাজার সরকারি স্কুলশিক্ষক৷ তাঁদের মধ্যে কেউ যোগ্য, কেউ হয়ত অযোগ্য৷ কিন্তু, তাঁদের মধ্যে যোগ্যদের আলাদা করতে না পারায় বাতিল করা হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি এসেছে একগুচ্ছ অন্য নির্দেশও৷ এরপরে, গত ৭ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশে থাকার আশ্বাসও দিয়েছেন৷ আশ্বাস মিলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকেও৷ কিন্তু, তারপরেও গত বুধবার চাকরিহারা শিক্ষকদের কসবা ডিআই অফিস অভিযানে উত্তপ্ত হয়েছে রাজ্য৷ এমন যখন পরিস্থিতি, তখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে রাজ্য?
নিয়মমাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলেও তাঁদের বেতন দিলে কনটেম্পট অফ কোর্ট অর্থাৎ, আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞেরা। তাই আশঙ্কায় রয়েছে স্কুল শিক্ষা দফতর। তবে রয়েছে অন্য মতও৷ সেই মত অনুসারে, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আপাতত পেতে পারেন স্বস্তি৷ বেতন দিতেও আর অসুবিধা থাকবে না রাজ্যের৷ কী সেই মত?
advertisement
advertisement
জানা গিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে শুরু হয়েছে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া। পুলিশ সূত্রের খবর, রাজ্যের লিগাল সেকশনের থেকে আইনি মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন করতে যাচ্ছে। এর জন্য রাজ্যের কাছে ৩০ দিনের সময় রয়েছে। সেক্ষেত্রে, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই থাকছে, তাই চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের বেতন দিতে আইনগত সমস্যা নেই বলে দাবি নবান্নের একাংশের।
advertisement
এক্ষেত্রে স্যালারি রিকুইজিশন পোর্টাল ১৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। তার আগেই আইনি মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায় রাজ্য। সেই কারণেই আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য। পাশাপাশি বর্ধিত চার শতাংশ ডিএ দেওয়া হবে নাকি, তা নিয়েও আইনি মতামত নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Teacher Salary: চলতি মাসে বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement