হুগলিতে যে মানবিক ছবি ধরা পড়েছে তা এক পুলিশ কর্মীর। বলা যেতে পারে এসএসসি পরীক্ষার দিন রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলির চুঁচুড়াতেও পুলিশের মানবিক ছবি ধরা পড়ে, আবার এই মানবিক ছবি বহু মানুষের মনে গেঁথে গিয়েছে। এদিন এমন মানবিক ছবি ধরা পড়ে চুঁচুড়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে।
আরও পড়ুন: দিনমজুর মায়ের কষ্ট লাঘব, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে SSC পরীক্ষায় সুমন
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নামে হুগলির ধনেখালি থেকে পরীক্ষা দিতে এসেছেন চুঁচুড়ায়। বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে প্রবেশ করার পর তার দেড় বছরের শিশুকে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দাদু। সেই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক লেডি অফিসার জয়ন্তী অধিকারি দাঁ দাদুর কোল থেকে শিশুকে নিয়ে দীর্ঘক্ষণ আদর করতে থাকেন পরীক্ষা কেন্দ্রের সামনে। পুলিশের এই মানবিক দিকের প্রশংসা করেছেন পরিবারের লোকজন।
আরও পড়ুন: বিরাট প্ল্যান নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল ‘ওঁরা’! ওঁত পেতে বসেছিল পুলিশও, তারপর যা ঘটল নদিয়া
দাদু শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, “পুলিশ তার নিজের দায়িত্ব পালনের মধ্যে ও যেভাবে আমার কাছ থেকে শিশুকে নিয়ে অনকেক্ষণ ধরে সময় কাটালেন, আদর করলেন তা খুব ভাল।” অন্যদিকে এই ঘটনা মনে ধরেছে ওই পরীক্ষা কেন্দ্রে থাকা অন্যান্য অভিভাবকদেরও। তারাও ওই লেডি অফিসারের প্রশংসায় পঞ্চমুখ।