TRENDING:

Hooghly: টোটো চালিয়েই হৃদযন্ত্রের সমস্যা থেকে ছেলেকে সুস্থ করে তুলতে চান এই লড়াকু মা

Last Updated:

Hooghly: পুরুষদের সঙ্গে একই রকম ভাবে লড়াই করছেন তিনি জীবন ধারনের জন্য। এমনই জীবনযুদ্ধের গল্প শ্রীরামপুরের (Sreerampore) মিঠু নাথের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, বিভিন্ন সময়ে বিভিন্ন তর্কের মধ্যে একটি কথা বারবার উঠে আসে, ছেলে মেয়ে উভয়েই সমান। লিঙ্গ সাম্যতার জন্য বুদ্ধিজীবী মহল বহুদিন ধরে লড়াই করে আসছে। ছেলের অসুস্থতা ও সংসারে টানাপড়েন, তৈরি করেছে এক সাধারণ মহিলাকে অসামান্য। পুরুষদের সঙ্গে একই রকম ভাবে লড়াই করছেন তিনি জীবন ধারনের জন্য। এমনই জীবনযুদ্ধের গল্প  শ্রীরামপুরের (Sreerampore) মিঠু নাথের।
ছেলের অসুস্থতা ও সংসারে টানাপড়েন, তৈরি করেছে এক সাধারণ মহিলাকে অসামান্য
ছেলের অসুস্থতা ও সংসারে টানাপড়েন, তৈরি করেছে এক সাধারণ মহিলাকে অসামান্য
advertisement

দু্ বছর আগে লকডাউনের জেরে পারিবারিক উপার্জন বেহাল । তার মধ্যে ছেলের হৃদযন্ত্রে সমস্যা-এত সব ব্যায়ভার তাঁর স্বামীর পক্ষে একা সামলানো মুশকিল। কিন্তু ছেলেকে সুস্থ করতেই হবে, সেই লক্ষ্যে  দৃঢ় প্রতিজ্ঞ মা। তাই জীবিকা হিসাবে টোটো চালানোকেই বেছে নিলেন হুগলির (Hooghly) শ্রীরামপুরে মিঠু নাথের।

আরও পড়ুন : দোল পূর্ণিমার মেলায় স্বমহিমায় বিরাজমান লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ি

advertisement

আরও পড়ুন : তৃতীয় বারের জন্য সন্তানসম্ভবা ডিম্পি, সুখবর জানালেন আবেগপূর্ণ পোস্টে

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

মিঠুর কঠিন জীবন সংগ্রামের গল্প প্রেরণা দেয় সকলকে। টোটো চালিয়ে ছেলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ছেলে সুস্থ হয়ে উঠলেও ছেলের পড়াশোনা ও সংসারের যাবতীয় দায়ভার ততদিনে তার কাঁধে চলে এসেছে। টোটো চালিয়ে উপার্জন করে সংসারের দায়িত্ব এখন তাঁরই কাঁধে। প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে দিয়ে টোটো নিয়ে বার হন মিঠু। টোটো চালাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। মিঠু বলেছেন, এক দিন রাস্তায় তাঁর টোটো ভেঙে গিয়েছিল। কোনও রকমে নিজের পায়ের উপর ভর দিয়ে ছেলেকে নিয়ে নিকটবর্তী গ্যারেজে গিয়ে তাঁর টোটো ঠিক করেন। কিন্তু লড়াই থামাননি৷ তাঁর মতো লড়াকু মহিলাদের কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly: টোটো চালিয়েই হৃদযন্ত্রের সমস্যা থেকে ছেলেকে সুস্থ করে তুলতে চান এই লড়াকু মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল