Dimpy Ganguly Pregnancy: তৃতীয় বারের জন্য সন্তানসম্ভবা ডিম্পি, সুখবর জানালেন আবেগপূর্ণ পোস্টে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ডিম্পির বেবি বাম্পে চুমু এঁকে দিচ্ছে তার খুদে মেয়ে৷(Dimpy Ganguly announces her third pregnancy)
কলকাতা : তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন ডিম্পি গঙ্গোপাধ্যায়৷ বিগ বস-এর অষ্টম মরশুমের প্রতিযোগিণী সামাজিক মাধ্যমে এই সুখবর জানিয়েছেন৷ যে ছবি তিনি শেয়ার করেছেন সেখানে ডিম্পিকে দেখা যাচ্ছে তাঁর দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকতে৷ কোলে রয়েছে পুত্রসন্তান৷ ডান হাতে ডিম্পি ধরে আছেন মেয়ের হাত৷ ডিম্পির বেবি বাম্পে চুমু এঁকে দিচ্ছে তার খুদে মেয়ে৷(Dimpy Ganguly announces her third pregnancy)
ছবির ক্যাপশনে ডিম্পি লিখেছেন, ‘‘আমার কাছে পরিপূ্র্ণতম ভালবাসা হল যা আমি আমার সন্তানদের থেকে পাই৷’’ দীর্ঘ লেখার শেষে তিনি জানিয়েছেন তাঁর মধ্যে বেড়ে উঠছে তাঁদের তৃতীয় সন্তান৷ তিনি মনে করেন, মাতৃত্বের জোরেই এই পৃথিবীতে অন্ধকারতম সময়েও ভাল থাকা যায়৷ মাতৃত্বের শক্তিতেই তিনি ভাল মানুষ হয়ে উঠতে পেরেছেন বলে ডিম্পির বিশ্বাস৷
advertisement
মা হওয়ার আনন্দ তিনগুণ হয়ে যাওয়ার ঘটনা এখনও ডিম্পির কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে৷ বিশ্বের সব মাকে এই উপলক্ষে তিনি হ্যাপি মাদার্স ডে-ও জানিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?
কলকাতার মেয়ে ডিম্পি এখন থাকেন দুবাইয়ে৷ তাঁর স্বামী রোহিত রয় দুবাইয়ের ব্যবসায়ী৷ রোহিতকে ২০১৫ সালে বিয়ে করেন ডিম্পি৷ তাঁদের প্রথম সন্তান কন্যা রেন্নার জন্ম তার পরের বছরে৷ ২০২০ সালে ডিম্পি এবং রোহিতের সংসারে আগমন পুত্র আরিয়ানের৷ ছোট্ট আরিয়ান এবং তার দিদি রেন্না দু’জনেই এ বার খেলার নতুন সঙ্গী পেতে চলেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ১২৫ বছর বয়সে ভূষিত পদ্মশ্রীতে, ১৮৯৬-তে সিলেটে জন্মগ্রহণকারী যোগী স্বামী শিবানন্দর দীর্ঘ জীবনের রহস্য কী?
প্রসঙ্গত মডেলিং এবং টেলিভিশন দুনিয়ায় পরিচিত ডিম্পি এর আগে বিয়ে করেছিলেন রাহুল মহাজনকে৷ তাঁদের ৫ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৫ সালে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 9:29 PM IST