TRENDING:

আবির খেলা বন্ধ! বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না 'বসন্তোৎসব'! কারণ জানলে 'খারাপ' লাগবে আপনারও

Last Updated:

সোনাঝুরি হাটে বসন্ত উৎসব না হলেও খোলা থাকবে হাট,জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকদিন আগেই বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এ বছরও বসন্ত উৎসব পালিত হচ্ছে না বোলপুর শান্তিনিকেতনে। তবে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন করা হত। তবে এই বছর তাতেও বাধা। এবার দোলের দিন সোনাঝুরি জঙ্গলে আবির খেলা নিষিদ্ধ করল বন দফতর। ১৪ মার্চ দোলের দিনের বদলে ১১ মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বসন্তোৎসব হবে। এবার সেই পথে হেটে সোনাঝুরি হাটেও হচ্ছে না দোল উৎসব। ফলে কার্যত হতাশ পর্যটকেরা।
advertisement

আরও পড়ুন- ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ফোন, প্রেমঘন স্বরে বললেন, ‘রাতে তুমি একবার…’ খুশি মনে এলেন স্বামী, তার পর?

প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বার বিশ্বভারতীর আশ্রম মাঠে সর্বসাধারণকে নিয়ে ঐতিহ্যবাহী বসন্তোৎসব করেছিল কর্তৃপক্ষ। সেবার অত্যাধিক ভিড়ে নষ্ট হয়েছিল বিশ্বভারতীর বহু জিনিস। ক্যাম্পাস জুড়ে মিলেছিল বস্তা বস্তা প্ল্যাস্টিক। ঘটনার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। এরপর ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় উৎসব। ২০২১ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেন। তার পরে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে।

advertisement

আরও পড়ুন- ফুলশয্যার রাতে নববধূকে এ কী করলেন স্বামী? উঠতেই পারলেন না…তিনিও দিলেন পাল্টা! সকালে দরজা ভেঙে যা দেখা গেল

এরপর ইউনেস্কোর ঠিক করে দেওয়া বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে সাধারণ পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়।এবারও তার অন্যথা হচ্ছে না। ১৪ মার্চ দোলের দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসব করছে না।তার পরিবর্তে ১১ মার্চ যে বসন্তোৎসব করছে তাতেও বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। প্রসঙ্গত গত বছর স্থানীয় নেতৃত্বদের তরফ থেকে গত বছর বসন্ত উৎসব পালন করা হয়েছিল সোনাঝুরির হাটে। কিন্তু সেখানে কয়েক লক্ষ পর্যটকদের সমাগমে যানজটের ফলে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বোলপুর শহর।বোলপুর সোনাঝুরির হাটে একের পর এক গাছ নষ্ট হয়ে গিয়েছিল।

advertisement

আপনার কি ‘সুগার’ আছে? ছোট্ট এই কাজ করুন…ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে আসবে রক্তের শর্করা!

সকালের প্রথম প্রস্রাব গা‍ঢ় ‘হলুদ’ রঙের হচ্ছে? কোন গুরুতর সমস্যার লক্ষণ…? শরীরে কী হয়ে আছে, জানলে অবাক হবেন

তাই বন সংরক্ষণ আইন অনুযায়ী এবার সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব নিষিদ্ধ ঘোষণা করা হল।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গলে আবির খেলা যাবে না। গাড়ি পার্কিং করা যাবে না, কোনও রকম ভিডিয়োগ্রাফিও করা যাবে না।ওড়ানো যাবে না ড্রোনও। তবে সোনাঝুরির হাটে বসন্ত উৎসব না হলেও হাট খোলা থাকবে।পর্যটকেরা সেখানে এসে কেনাকাটা করতে পারবেন। তবে পর্যটকের আশাবাদী এ বছর বসন্ত উৎসব না হলেও আগামী বছর হয়তবসন্ত উৎসব পালন করা হবে বোলপুর শান্তিনিকেতন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবির খেলা বন্ধ! বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না 'বসন্তোৎসব'! কারণ জানলে 'খারাপ' লাগবে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল