TRENDING:

South 24 Parganas News: কাঁচের চশমার দিন শেষ, পেশা বদলাচ্ছেন কারিগররা

Last Updated:

একটা সময়ে এলাকায় ঘরে ঘরে চশমার লেন্স তৈরির কাজ হত। কাচের লেন্স তৈরির প্রচুর কারখানা ছিল এলাকায়। স্থানীয় বহু মানুষের রুজি-রোজগারের অন্যতম মাধ্যম ছিল এই শিল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার: একটা সময়ে এলাকায় ঘরে ঘরে চশমার লেন্স তৈরির কাজ হত। কাচের লেন্স তৈরির প্রচুর কারখানা ছিল এলাকায়। স্থানীয় বহু মানুষের রুজি-রোজগারের অন্যতম মাধ্যম ছিল এই শিল্প। চশমার কাঁচের পাওয়ার দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ হয় ছোট ছোট কারখানায় ।
advertisement

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে হিমালয়ের দুর্গম শৃঙ্গ গোরিচেন জয়! বেনজির কৃতিত্ব ভূগোল শিক্ষকের

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার জয়নগর এলাকায় বেশ কিছু এ ধরনের ছোট ছোট চশমার কাঁচ তৈরির কারখানায় কাজ করতেন এলাকার বহু মানুষ। কিন্তু বাজারে ফাইবার লেন্স চলে আসাতে কাঁচের কারখানাগুলো একে একে বন্ধ হতে চলেছে আর যার ফলে কারিগরদের গ্রাম বাড়ি ছেড়ে কলকাতা বা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। একদিকে যেমন নতুন প্রজন্ম আর এই কাজে আসছে না। তা ছাড়া, কাঁচের লেন্সের বদলে এখন ফাইবারের ব্যবহারই বেশি। যার জন্য একে একে বন্ধ হয়ে গিয়েছে এই কারখানা গুলি।

advertisement

আরও পড়ুন: দুজেলায় ট্যাবের টাকা উধাও হওয়া নিয়ে তদন্তের আওতায় প্রধান শিক্ষকরা, বড় সিদ্ধান্ত

View More

এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বক্তব্য, ইদানীং কাচের লেন্সের চাহিদা অনেকটাই কমেছে। ন্যায্য দামও পাওয়া যায় না। এই কারিগর গুলি কেউ কেউ বসে গিয়েছে আবার কেউ কেউ রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে। কারণ পেটের তাগিদে সংসার চালানোর জন্য। আর কোনদিন ফিরবে কিনা এই কাঁচের লেন্স তা জানে না তাই বাধ্য হয়ে এই কারিগরগুলি নিজেদের হাতের কাজ শিখেও অন্য কাজে চলে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ফাইবারের লেন্সের দাপটে এখন প্রায় বিলুপ্তির পথে চশমার কাচের লেন্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কাঁচের চশমার দিন শেষ, পেশা বদলাচ্ছেন কারিগররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল