Tab for student: দুজেলায় ট্যাবের টাকা উধাও হওয়া নিয়ে তদন্তের আওতায় প্রধান শিক্ষকরা, বড় সিদ্ধান্ত রাজ্যের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Tab for students: সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে তদন্তে নামল স্কুল শিক্ষা দফতর।
কলকাতা: সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে তদন্তে নামল স্কুল শিক্ষা দফতর।
সম্প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রসঙ্গে বেশ কিছু ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা ইতিমধ্যে পেয়েও গিয়েছে। কিন্তু পাশাপাশি এমন অভিযোগও উঠেছে, যে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা পায়নি। তাদের অভিযোগ মতোই এখনও পর্যন্ত ৮০ জন পড়ুয়াকে চিহ্নিত করল স্কুলশিক্ষা দফতর।
advertisement
advertisement
এই পড়ুয়ারা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই দুই জেলাযর বাসিন্দা। এদের কাছে ট্যাব কেনার টাকা সরকার পৌঁছায়নি। সেই নিয়ে তদন্তের নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর। দুই জেলার স্কুল পরিদর্শককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
পাশাপাশি এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে স্কুলগুলির পডুয়ারা টাকা পায়নি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষা দফতরের তদন্তের আওতায় আসতে চলেছেন। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, টাকা উদ্ধার না করা গেলে ফের এই পড়ুয়াদের টাকা পাঠাবে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tab for student: দুজেলায় ট্যাবের টাকা উধাও হওয়া নিয়ে তদন্তের আওতায় প্রধান শিক্ষকরা, বড় সিদ্ধান্ত রাজ্যের