আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প, ২ আগষ্ট থেকে শুরু হবে তিনটি বুথ নিয়ে একটি শিবির। সেই চিন্তাকে শ্রেয় করে রাজ্য সরকার ও সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে উদ্দ্যগে ফরাক্কা চক্রের ব্যবস্থাপনায় ফরাক্কার সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সমুহে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের চিহ্নিতকরণ ও শংসাপত্র প্রদান শিবির ফরাক্কা ব্যারেজের ফরাক্কা সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে। এখানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও ফরাক্কা স্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ফরাক্কা সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক দীপান্বিতা কুন্ডু ও শিক্ষক- শিক্ষিকারা।
advertisement
মুর্শিদাবাদের ফরাক্কা সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক দীপান্বিতা কুন্ডু জানান, এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে সক্ষম চিহ্নিতকরণ হয়নি, তাদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করে চিহ্নিতকরণ এবং শংসাপত্র প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফরাক্কায় এই প্রথম ছাত্র-ছাত্রীদের নিয়ে শিবির। মোট ১০৫ জন ছাত্র-ছাত্রীদের চিহ্নিতকরণ এবং শংসাপত্র প্রদান করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিহ্নিতকরণ এবং শংসাপত্র প্রদান করা হত। বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে যেতে মায়েদের কষ্ট হত এবং এতটা পথ গিয়ে দীর্ঘক্ষণ শিশুদের নিয়ে সেখানে অপেক্ষা করতে মায়েরা অসুবিধা পড়তেন। তাই আজকে ফরাক্কা ব্যারেজে আবর বিদ্যালয় অফিসে এই শিবির করা হয়েছে।
তন্ময় মন্ডল