এনজেপিতে FOB-১ এ ৪৫ দিন বন্ধ সিঁড়ি, এসকেলেটর! কোন পথে করবেন যাতায়াত! অসুবিধায় না পড়তে আগেই দেখে নিন নির্দেশিকা

Last Updated:
নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে।
1/6
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন এবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর সম্পূর্ণভাবে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে প্রস্তাবিত অ্যারাইভাল-০২ ভবনের ছাদ নির্মাণ করা হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন এবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর সম্পূর্ণভাবে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে প্রস্তাবিত অ্যারাইভাল-০২ ভবনের ছাদ নির্মাণ করা হবে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
যদিও বিষয়টি সাময়িক অসুবিধার সৃষ্টি করতে পারে, তবে রেল কর্তৃপক্ষের দাবি—এই কাজ শেষ হলে যাত্রী পরিষেবা আরও মসৃণ ও আধুনিক হবে। কাটিহার ডিভিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই কাজ নিরাপত্তা বজায় রেখে যথাসম্ভব দ্রুত শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।”
যদিও বিষয়টি সাময়িক অসুবিধার সৃষ্টি করতে পারে, তবে রেল কর্তৃপক্ষের দাবি—এই কাজ শেষ হলে যাত্রী পরিষেবা আরও মসৃণ ও আধুনিক হবে। কাটিহার ডিভিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই কাজ নিরাপত্তা বজায় রেখে যথাসম্ভব দ্রুত শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।”
advertisement
3/6
কে কোথা দিয়ে চলবেন? রইলো বিশদ পরিকল্পনা ১. FOB-1 এর র‍্যাম্প দিয়ে শুধু বহির্গামী যাত্রীদেরই চলাচল করতে দেওয়া হবে। ২. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) যাত্রীরা FOB-1 এর র‍্যাম্প দিয়ে প্রবেশ করতে পারবেন। ৩. বাকি সকল যাত্রীদের জন্য FOB-2 ও FOB-3 (পার্সেল ফোবি) খুলে রাখা হচ্ছে, যার সিঁড়ি ও র‍্যাম্প ব্যবহার করা যাবে প্রবেশ ও প্রস্থান—উভয়ই।
কে কোথা দিয়ে চলবেন? রইল বিশদ পরিকল্পনা১. FOB-1 এর র‍্যাম্প দিয়ে শুধু বহির্গামী যাত্রীদেরই চলাচল করতে দেওয়া হবে।২. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) যাত্রীরা FOB-1 এর র‍্যাম্প দিয়ে প্রবেশ করতে পারবেন।৩. বাকি সকল যাত্রীদের জন্য FOB-2 ও FOB-3 (পার্সেল ফোবি) খুলে রাখা হচ্ছে, যার সিঁড়ি ও র‍্যাম্প ব্যবহার করা যাবে প্রবেশ ও প্রস্থান—উভয়ই।
advertisement
4/6
নির্মাণকাজের টাইমলাইন: কী হচ্ছে কবে? ১. ১–১২ আগস্ট: পুরনো কাঠামো ভাঙা ও স্ক্যাফোল্ডিং ২. ১–১০ আগস্ট: ঢালাইয়ের ছাঁচ (শাটারিং) প্রস্তুত ৩. ২–১৪ আগস্ট: রড বাঁধাই ৪. ১৫–১৬ আগস্ট: স্ল্যাব ও বিম ঢালাই ৫. ১৭ আগস্ট–১৪ সেপ্টেম্বর: কিউরিং ও ছাঁচ তুলে ফেলা
নির্মাণকাজের টাইমলাইন: কী হচ্ছে কবে?১. ১–১২ আগস্ট: পুরনো কাঠামো ভাঙা ও স্ক্যাফোল্ডিং২. ১–১০ আগস্ট: ঢালাইয়ের ছাঁচ (শাটারিং) প্রস্তুত৩. ২–১৪ আগস্ট: রড বাঁধাই৪. ১৫–১৬ আগস্ট: স্ল্যাব ও বিম ঢালাই৫. ১৭ আগস্ট–১৪ সেপ্টেম্বর: কিউরিং ও ছাঁচ তুলে ফেলা
advertisement
5/6
এই সময় যাত্রীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধার দিকে নজর রেখে প্রতিটি কাজ পরিচালিত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি স্টেশনে প্রয়োজনীয় সাইনবোর্ড, নির্দেশিকা এবং রেলকর্মীদের উপস্থিতির মাধ্যমে যাত্রীদের সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই সময় যাত্রীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধার দিকে নজর রেখে প্রতিটি কাজ পরিচালিত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি স্টেশনে প্রয়োজনীয় সাইনবোর্ড, নির্দেশিকা এবং রেলকর্মীদের উপস্থিতির মাধ্যমে যাত্রীদের সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
6/6
কাটিহার রেল ডিভিশনের আধিকারিকেরা আশ্বস্ত করছেন—এই সময়সীমার মধ্যেই কাজ শেষ করে এনজেপি স্টেশনকে আরও আধুনিক, যাত্রীবান্ধব ও নিরাপদ করে তোলা হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। ঋত্বিক ভট্টাচার্য
কাটিহার রেল ডিভিশনের আধিকারিকেরা আশ্বস্ত করছেন—এই সময়সীমার মধ্যেই কাজ শেষ করে এনজেপি স্টেশনকে আরও আধুনিক, যাত্রীবান্ধব ও নিরাপদ করে তোলা হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement