এনজেপিতে FOB-১ এ ৪৫ দিন বন্ধ সিঁড়ি, এসকেলেটর! কোন পথে করবেন যাতায়াত! অসুবিধায় না পড়তে আগেই দেখে নিন নির্দেশিকা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন এবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর সম্পূর্ণভাবে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে প্রস্তাবিত অ্যারাইভাল-০২ ভবনের ছাদ নির্মাণ করা হবে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
কে কোথা দিয়ে চলবেন? রইল বিশদ পরিকল্পনা১. FOB-1 এর র‍্যাম্প দিয়ে শুধু বহির্গামী যাত্রীদেরই চলাচল করতে দেওয়া হবে।২. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) যাত্রীরা FOB-1 এর র‍্যাম্প দিয়ে প্রবেশ করতে পারবেন।৩. বাকি সকল যাত্রীদের জন্য FOB-2 ও FOB-3 (পার্সেল ফোবি) খুলে রাখা হচ্ছে, যার সিঁড়ি ও র‍্যাম্প ব্যবহার করা যাবে প্রবেশ ও প্রস্থান—উভয়ই।
advertisement
advertisement
advertisement