TRENDING:

সুতো, পুঁতি দিয়েই অসামান্য কাজ! বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের 'ট্যালেন্ট' দেখলে বাহবা দেবেন আপনিও

Last Updated:

আসানসোলের এই স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সুশিক্ষায় পারদর্শী করে তোলার পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখানো হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা: সকলেই বিশেষভাবে সক্ষম। কেউ সঠিকভাবে চলাফেরা করতে পারেন না, কেউ আবার ঠিক মতো কানে শুনতে পান না। তবে সবার একটাই ইচ্ছা, ভাল কিছু করে দেখাব। এবার নিজেদের হাতে রাখি তৈরি করে তাক লাগিয়ে দিলেন আসানসোল আনন্দম স্কুলের পড়ুয়ারা। ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার ডাক দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার এই স্কুল।
advertisement

আসানসোল মহকুমার অন্তর্গত কল্যাণপুর হাউসিং সংলগ্ন এলাকায় অবস্থিত আসানসোল আনন্দম স্কুল। এখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়াশোনা করে সুশিক্ষায় পারদর্শী করে তোলার পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। এই আনন্দম স্কুলের প্রি-ভোকেশন এবং ভোকেশনাল ওয়ার্কশপে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করতে ছাত্রছাত্রীরা বানিয়ে ফেলেছে বিভিন্ন নিত্যনতুন রাখি।

আরও পড়ুনঃ ডুবেছে এটিএম কাউন্টার-দোকানপাট, জমা জল থেকেই মিলছে…! জাল নিয়ে নেমে পড়লেন স্থানীয়রা

advertisement

স্কুলের শিক্ষিকা পায়েল সরকার এই বিষয়ে বলেন, প্রায় দু’মাস আগে এই কাজ শুরু হয়েছে। কেউ এই রাখি কিনতে চাইলে স্কুলে চলে আসতে পারেন। এছাড়া অর্ডার দিয়েও কেনা যাবে এই রাখি। তবে হাতে একটু সময় রেখে অর্ডার দিতে হবে। কারণ বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা অন্যদের মতো খুব দ্রুত কাজ করতে পারেন না। জানা যাচ্ছে, এই কাজের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরাও অনেকটা সাহায্য করেছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ থেকে প্রায় ৩৪ বছর আগে আসানসোল আনন্দম স্কুলের পথচলা শুরু হয়েছিল। এখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সুশিক্ষায় পারদর্শী করে তোলার পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। এবার যেমন ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে ফেলেছেন বিভিন্ন রাখি। সেগুলিতে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বিভিন্ন পুঁতি, শিফন সুতো, উল সহ নানান সামগ্রী দিয়ে এই রাখিগুলি তৈরি হয়েছে। ১০ টাকা থেকে দাম শুরু হচ্ছে, সর্বোচ্চ মূল্য ৪০ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুতো, পুঁতি দিয়েই অসামান্য কাজ! বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের 'ট্যালেন্ট' দেখলে বাহবা দেবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল