TRENDING:

East Bardhaman News: বসন্ত উৎসবে আনন্দ করল বিশেষ ভাবে সক্ষম এই ছেলেমেয়েরাও 

Last Updated:

আবাসিকদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠল আনন্দ নিকেতন সোসাইটি ফর মেন্টাল হেলথ কেয়ার। প্রতি বছরের মত এই বছরও নাচে গানে বসন্তের আবাহন করল পূর্ব বর্ধমানের এই সোসাইটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান : আবাসিকদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলআনন্দ নিকেতন সোসাইটি ফর মেন্টাল হেলথ কেয়ার। প্রতি বছরের মতন এই বছরও নাচে গানে বসন্তের আবাহন করলপূর্ব বর্ধমানের এই সোসাইটি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আনন্দনিকেতনের এই উদ্যোগে মুখে হাসি আবাসিকদের। রঙের উৎসবে সামিল হয়েছে জেলা তথা গোটা দেশ। রঙের এই উৎসব উপলক্ষে নিজেদের রাঙিয়ে তুলছে কম বেশি প্রত্যেকেই।
বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের দোল উৎসব 
বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের দোল উৎসব 
advertisement

নিজেদের পরিবার, পরিজনেদের থেকে দূরে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটাতে তাই উদ্যোগী আনন্দ নিকেতন সোসাইটি ফর মেন্টাল হেলথ কেয়ার নামক এই সংস্থা। এদিন এই সংস্থার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। যেখানে অংশ নেয় সমাজের কাছে তথা কথিত ভাবে পিছিয়ে পড়া মানুষ গুলো। গানের তালে তালে পা মেলাতে দেখা যায় তাদের। এককালের কাটোয়ার দাপুটে বিধায়ক ডক্টর হরমোহন সিং এর হাত ধরে স্থাপিত হয় এই সংস্থাটি।১৯৮৮ সাল নাগাদ রাজনীতির পরিসর থেকে সরে, সমাজকল্যাণে ব্রতী হন তিনি।জামাইমারি সরান নামে, লোক মুখে কুখ্যাত এই এলাকায় গড়ে তোলেন এই পুনর্বাসন কেন্দ্রটি। তার পর থেকেই নানা ভাবে এখানকার আবাসিকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছে এই সংস্থা।

advertisement

আরও পড়ুন : পূর্ব বর্ধমানের এই সতীপীঠ বসন্ত উৎসবে ভরে ওঠে ভক্ত সমাগমে

গ্রামীণ মেলা থেকে শুরু করে দুর্গাপূজায় ঠাকুর দেখা,এই পুনর্বাসন কেন্দ্রে প্রায় প্রতিটা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আনন্দ নিকেতন কতৃপক্ষ। সেই রকমই বিশেষ ভাবে সক্ষম মানুষদের নিয়ে বসন্তের আমেজে মেতে উঠলতারা।বিশেষ ভাবে সক্ষম হলেও তাদেরও ইচ্ছা হয় রঙ খেলতে।

advertisement

View More

সেরকম ভাবে তাদেরকেও রঙ খেলতে দেখা যায়। একদম খোশ মেজাজে প্রত্যেকেই এই দিনটাকে উপভোগ করে। নিজেদের মতকরে তারা মেতে ওঠে আনন্দে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে থেকেই কেউ গান গায় আবার কাউকে সেই গানেই নাচতে দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বসন্ত উৎসবে আনন্দ করল বিশেষ ভাবে সক্ষম এই ছেলেমেয়েরাও 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল