আরও পড়ুন: শান্তিনিকেতনের ‘মানবতার দেওয়াল’ মোছাচ্ছে অসহায়ের চোখের জল
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরকে তীর্থক্ষেত্র বলা যায়। তমলুক শহরের অলিতে-গলিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির। তমলুক শহরের ৬ নম্বর ওয়ার্ডে তমলুক রাজবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে রাম মন্দির। এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর। বর্তমান মন্দিরের আগেও এই জায়গায় শ্রীরামচন্দ্রের পুজো হত। তারপর ওই জায়গায় মন্দির নির্মাণ করেন তাম্রলিপ্ত নগরীর রাজা। বর্তমান সেবাইতদের হাত ধরে প্রতিদিন নিত্য পুজো হয় মন্দিরে। রামনবমী তিথিতে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়। সেখানেই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হল পুজোপাঠ ও যজ্ঞ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিথি মেনে এদিন বেলা ১১:৩০ এ মন্দিরে অনুষ্ঠিত হল পুজোপাঠ। মন্দিরের বর্তমান সেবাইতরা জানান, তমলুকের প্রাচীন এই রাম মন্দিরে প্রতিদিন পুজোপাঠ চলে। এদিন অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাচীন প্রতিষ্ঠা হচ্ছে। তাই এই মন্দিরেও পুজোপাঠের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সর্বত্রই রাম মন্দির উদ্বোধন ঘিরে উৎসবের মেজাজ। সেই উৎসবে বাড়তি পাওনা তমলুকের এই প্রাচীন রাম মন্দিরের পুজোপাঠ ও যজ্ঞের অনুষ্ঠান।
সৈকত শী