পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় গ্রামে একটি সারপ্রস্তুতকারক সংস্থার উদ্যোগে পাট চাষিদের বিনামূল্যে এই NINFET সাথী পাউডার বিতরণ করা হয়। এই পাউডারের সাহায্যে পাটের ভালভাবে পচনের পাশাপাশি পাটের তন্তুর সোনালি রঙ ভালভাবে বজায় থাকে। ফলে এই পাউডার ব্যবহার করে পাট চাষিরা আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: বেতন বৈষম্য মেটানোর আশ্বাস, কাজে ফিরলেন দুর্গাপুরের অস্থায়ী সাফাই কর্মীরা
গত বেশ কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা যাচ্ছে। যার ফলে পাট পচাতে রীতিমত বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে এই পাউডার ব্যবহার করার ফলে স্বাভাবিকের তুলনায় কম জলৈই পাট পচাতে পারছেন চাষিরা।
মৈনাক দেবনাথ