সাধারণত বর্ষাকালে শাক-সবজির দাম কম থাকে। কিন্তু চলতি বছর বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে। শাকসবজির দাম বাড়ছে প্রতিদিনই। বাজার করতে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষদের। অনেক সময় দেখা যাচ্ছে, পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে শাকসবজির দাম অনেকটাই বেশি। আর তাতে সাধারণ মধ্যবিত্ত সংসারে হাঁড়িচড়া দায় হয়ে উঠেছে। সবজির দামে লাগাম টানতে বাজারে প্রশাসনিক অভিযান চলছে। অভিযানের পরে সাময়িকভাবে দাম কমলেও সুযোগ বুঝে তা বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বৃষ্টির জেরে সবজি ও আলুর দাম বেড়ে গিয়েছে বলে যুক্তি খাড়া করা হচ্ছে।
advertisement
বাজারের সবজি বিক্রেতারা জানান, এ বছর বর্ষার খামখেয়ালিপনা দেখা দিয়েছে। ফলে চাষবাস ঠিকমত হয়নি। সবজির দামও আকাশছোঁয়া। কিন্তু এ কথা মেনে নিতে নারাজ সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তাঁদের ইচ্ছেমতো বাজারদর ঠিক করছেন। যার ফলে অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বাজারদর নিয়ন্ত্রণে আনতে তাই এবার বিভিন্ন বাজারে বাজারে প্রশাসনিক অভিযান চলছে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রেগুলেটেড মার্কেটে ১৮ জুলাই বৃহস্পতিবার অভিযান চালায় তমলুকের জেলার মহকুমা শাসক।
আরও পড়ুন-এরকম অ্যাম্বুলেন্স কেউ দেখেছেন? মানুষ নয়, কোন রোগীদের পরিসেবায় এই বাহন! জেনে নিন
কোন কোন সবজি কী দামে বিক্রি করা হচ্ছে, সঠিক দামে বিক্রি করা হচ্ছে কি না তা এদিন প্রশাসনিক কর্তারা বাজার ঘুরে ঘুরে দেখেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। কিছু কিছু জিনিসের দাম ঠিক থাকলেও বেশকিছু জিনিসের দাম একটু বেশি। সেগুলি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা জানানো হয়েছে। আগামী দিনেও একই ভাবে জেলার বিভিন্ন বাজারে অভিযান চলবে বলে জানান প্রশাসনিক কর্তারা। এর পাশাপাশি তমলুকের রেগুলেটেড মার্কেটে সবজি-সহ বিভিন্ন জিনিসপত্রের বাজারদর প্রতিদিন ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে বলেও জানা যায় প্রশাসন সূত্রে।
সৈকত শী