TRENDING:

East Medinipur News: প্রাচীন তাম্রলিপ্তের গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ

Last Updated:

বর্তমান প্রজন্মের কাছে তমলুক শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ সেমিনার শুরু হয়েছে। এর পাশাপাশি বৌদ্ধ মূর্তি স্থাপিত হল তমলুক রাজবাড়ি চত্বরে। এই বিশেষ সেমিনারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক : প্রাচীন তাম্রলিপ্তের গৌরবময় ইতিহাস বর্তমান প্রজন্মের কাজে তুলে ধরতে বিশেষ উদ্যোগ তাম্রলিপ্ত রাজবাড়ির। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই তমলুক শহর প্রাচীনকালে বিখ্যাত বন্দর নগরী তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল। কালের করালগ্রাসে সেসব এখন অতীত! এই তমলুকে এসেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তারা। তমলুক রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রতী হন। সম্রাট অশোকের পুত্র ও কন্যা বৌদ্ধ ধর্মের প্রচারে সিংহল যাত্রার আগে আবার এই তাম্রলিপ্ত রাজবাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন গ্রহণ করেন। প্রাচীনকালের বিখ্যাত তাম্রলিপ্তের ঐতিহ্য ইতিহাস বর্তমানে ভুলতে বসেছে মানুষ।
advertisement

বর্তমান প্রজন্মের কাছে তমলুক শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ সেমিনার শুরু হয়েছে। এর পাশাপাশি বৌদ্ধ মূর্তি স্থাপিত হল তমলুক রাজবাড়ি চত্বরে। এই বিশেষ সেমিনারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ। এই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আর্তিক সম্পর্ক রয়েছে। তাই তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা কমিটির উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ি প্রাঙ্গণে বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : নতুন বছরেই বদলে যাচ্ছে দিঘা! বেড়াতে আসার আগে অবশ্যই জানুন! বিরাট বদল

থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতিতে মূর্তির উন্মোচন ঘটে। ৩ লক্ষ টাকা খরচ করে মূর্তিটি নির্মান করা হয়। সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে মূর্তির উন্মোচন ঘটে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন। বিভিন্ন দেশের থেকে আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন।

advertisement

আরও পড়ুন : বছর শুরুতেই আবহাওয়া ব্যাপক ধামকা! হাওয়া বদলের সম্ভাবনা

তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছিলেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে। তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বুদ্ধমূর্তির উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রয়াস। তমলুকের ধুলোবালি, ইট কড়ি বর্গায় হাজার হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিন্তু সময়ের নিয়মে তা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে। বর্তমান প্রজন্মকে প্রাচীন তাম্রলিপ্ত নগরীর সঙ্গে পরিচয় ঘটাতেই এই প্রয়াস।

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: প্রাচীন তাম্রলিপ্তের গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল