আরও পড়ুন: ঝুপ করে গঙ্গায় নামছে প্লেন? নদীবক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর
যেখানে রামকৃষ্ণ মিশনের স্বামী ইস্টব্রতানন্দজী মহারাজ সহ আশ্রম সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, শিক্ষক দেবাশীষ ঘোষ ও আশ্রমের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা দিলেন ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর। আর এর মধ্যে দিয়েই কিছুটা হলেও বর্তমান সমাজে চলা ছাত্রছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটলো। যা আগামী দিনে তাদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করলেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি পরীক্ষা, পড়াশোনা, টেনশন, নিজেকে কিভাবে শান্ত রাখা যায় সে বিষয়েও প্রশ্ন ছুড়ে দিলেন সামনের চেয়ারে বসে থাকা ছাত্রছাত্রীরা। তাদেরআরও পড়ুন: নানা প্রশ্নের উত্তর দিলেন মহারাজ।
advertisement
আরও পড়ুন: এই খেলার লাইভ টেলিকাস্ট দেখেছেন কখনও? দেখুন ঘটল সেই কাণ্ড
শুধু ছাত্রছাত্রীরাই নন এদিন অনুষ্ঠানে নিজেদের মনে থাকা নানা প্রশ্নের জবাব পেলেন বড়রাও। প্রতি রবিবার করে এই আশ্রমেই পার্সোনালিটি ডেভলপমেন্ট এর মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ শিক্ষা দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এদিন এই আশ্রমে ছাত্রছাত্রীদের মেধার অন্বেষণের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে নিজেদের মনের কথা বলতে পেরে ও তার সমাধান পেয়ে খুশি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরাও। বহু ছাত্র-ছাত্রী হাতেও এদিন তুলে দেওয়া হয় নানা শিক্ষা সামগ্রী। হাবরার এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সমাজ সংস্কারের এমন প্রয়াসকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy