TRENDING:

Sundarban: প্রকৃতি বাঁচাতে এগিয়ে এল সুন্দরবনের পড়ুয়ারা

Last Updated:

Sundarban: বিশ্ব উষ্ণায়নের ফলে কীভাবে দিনের পর দিন তাপপ্রবাহ বাড়ছে, এই উষ্ণতা কমানোর জন্য পরিবেশ সচেতনতা নিয়ে কী করতে হবে তা প্রচার করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের সচেতন করতে এবার এগিয়ে এল স্কুলের ছাত্র-ছাত্রীরা। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। এই চারা গাছ রোপণের সূচনা হয় তালদি সুরাবালা শিক্ষায়তন ফর গার্লস স্কুল প্রাঙ্গণে। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এই এলাকার প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজ সচেতন বহু মানুষ উপস্থিতি ছিলেন।
advertisement

এই অতিথি গণ সূচনা লগ্নে পরিবেশ সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এর পর সাইকেলে র‍্যালি হয়। বর্ণাঢ্য বৃক্ষরোপণ যাত্রায় পরিবেশ সচেতনতা সম্পর্কিত বিষয় নিয়ে ছবি, প্লাকার্ড ছিল। রাস্তার দু ধারে শয়ে শয়ে মানুষ এই শোভাযাত্রা দেখতে থাকেন। এবং পরিবেশে সর্ম্পকিত বার্তা দিতে মাইকিং করে গাছ কাটা বন্ধ করা ও আরও সবুজয়ানের বার্তা দেওয়া হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে কীভাবে দিনের পর দিন তাপপ্রবাহ বাড়ছে, এই উষ্ণতা কমানোর জন্য পরিবেশ সচেতনতা নিয়ে কী করতে হবে তা প্রচার করা হয়।

advertisement

আর‌ও পড়ুন: মহিলা পর্যটকদের বিরাট সুবিধা, আদিনা ইকো পার্কে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

পরবর্তীকালে এই শোভাযাত্রার সমাপ্তি স্থল হোমড়া পলতা হাই স্কুল প্রাঙ্গনে একটি আলোচনাসভা আয়োজিত হয় পরিবেশ সম্পর্কিত বিষয় নিয়ে। এই আলোচনা সভায় কয়েকশো ছাত্র-ছাত্রী ছাড়া ও স্থানীয় মানুষ জন উপস্থিত ছিলেন। এবারের বর্ষায় ৫০০-এর উপরে চারা গাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: প্রকৃতি বাঁচাতে এগিয়ে এল সুন্দরবনের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল