লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। শারদোৎসবে শুক্রবার দফায় দফায় জেলাশাসককদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সেখানে জানানো হয়, ডেঙ্গির সংক্রমণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাসিন্দাদের সচেতন করতে লাগাতার প্রচারের পাশাপাশি প্রতিটি পুরসভাকে এখনই করোনার ধাঁচে হেল্পলাইন খুলতে হবে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: তৃণমূলের টিকিটে সাংসদ কেন হয়েছিলেন? মমতাকে দুঃখ দিতে চাননি, দাবি মিঠুনের
সাধারণ মানুষ কোনও এলাকায় জঞ্জাল ও জমা জল দেখলেই যাতে পুরসভাকে খবর দিয়ে পরিষ্কার করাতে পারে তা নিশ্চিত করতেই হেল্প লাইন চালুর ভাবনা। সেই সঙ্গে প্রতিটি জেলা হাসপাতালকেও ডেঙ্গি চিকিৎসার জন্য আলাদা শয্যার ব্যবস্থা রাখা, প্লেটলেট মজুত করা-সহ চিকিৎসার সব রকম পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলা হয়, নিছক কর্মসূচি হিসেবে না দেখে ডেঙ্গি মোকাবিলাকে অভিযান হিসেবে দেখতে হবে। প্রয়োজনে যে কোনও সময়ে এর জন্য পুজোর ছুটিও বাতিল হতে পারে। মানসিকভাবে সে'জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: অষ্টমীতে রাজ্যে এসে অঞ্জলি দেবেন অমিত শাহ? জল্পনা উস্কে দিলেন সুকান্ত
ওই বৈঠকে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ডেঙ্গি মোকাবিলায় মানুষকে যুক্ত করতে হবে। এ'জন্য প্রতিটি পুরসভায় হেল্পলাইন খুলতে হবে। পুরসভার এগজিকিউটিভ অফিসার বা কমিশনারদের সঙ্গে কথা বলে তা এখনই নিশ্চিত করতে হবে। এলাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার জমা জলেই যে ডেঙ্গির মশা ডিম পারে সে ব্যাপারে বাসিন্দাদের সচেতন করতে হবে।
SARADINDU GHOSH
