পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিং উইংসের দায়িত্বে থাকা রাস্তায় ট্রাফিক সামলানো পুলিশ কর্মীদের এক বিশেষ ধরনের হেলমেট ও প্রদান করল। এই হেলমেটের অন্যতম বৈশিষ্ট্য হল, হেলমেটটিতে রয়েছে সোলার প্যানেল। এই হেলমেটে একটি করে পাখা লাগান রয়েছে। এই পাখা তীব্র গরমে রাস্তায় দাঁড়িয়ে কাজ করার সময় মাথাকে ঠান্ডা রাখবে। আর এই পাখা চলছে সোলার প্যানেলের মাধ্যমে। যার ফলে তীব্র গরমে মাথাকে ঠান্ডা দেবে এই হেলমেট।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহাকুমাতেই ট্রাফিকের ডিউটি সামলানো পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের স্পেশাল সামার কিট তুলে দেওয়া হচ্ছে। এই সামার কিটে রয়েছে, একটি জলের বোতল, সানগ্লাস, ছাতা ও এই বিশেষ সোলার চালিত হেলমেট। ১৪ মে বুধবার তমলুক ও হলদিয়া মহকুমার চারটি জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সোলার চালিত হেলমেট সহ সামার কিট তুলে দেন জেলা পুলিশ। তমলুকে হসপিটাল মোড়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অন্যান্য পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের এই সামার কিট তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: পুণ্যার্থীদের স্নানের ঘাটে সাঁতার কাটছে কুমির! ফের নবদ্বীপে ‘কুমির আতঙ্ক’
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ‘ তীব্র গরমের মাধ্যমে ট্রাফিকের দায়িত্ব সামলানো পুলিশ কর্মী থেকে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সুস্থতার দিকটি মাথায় রেখে এই স্পেশাল সামার কিট তুলে দেওয়া হচ্ছে। চারটি মহকুমায় রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিকের দায়িত্ব সামলানো পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের এই সামার কিট তুলে দেওয়া হবে। সামার কিটে রয়েছে, সোলার যুক্ত পাখা লাগানোর বিশেষ এস হেলমেট। ছাতা, সানগ্লাস এবং জলের বোতল।’ প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় সড়ক রাজ্যসড়ক এবং গ্রামীন সড়ক গুলিতে তীব্র গরমের মধ্যে ট্রাফিক সামলানো পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছে। তারা যাতে গরমে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হল।