ইতিহাসের শহর মুর্শিদাবাদ জেলা। জেলার সদর শহরের গোপালঘাট আলোকিত হল প্রদীপের আলোয়। মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে ভাগীরথী গঙ্গা বয়ে গিয়েছে। তাই গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে ও নদীকে পরিচ্ছন্ন রাখতে গঙ্গা আরতির মধ্যে দিয়ে এক বার্তা দেওয়া হল। নিজের হাতে আরতিও করেন পৌর চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
advertisement
পৌরসভার চেয়ারম্যান জানান, নদী লাইফলাইন। নদীকে সম্মান জানাতেই এই ধরণের উদ্যোগ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উৎসব পালিত হচ্ছে। আমাদের সংস্কৃতিতে গঙ্গাকে মা রূপে পুজো করা হয়। গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে হবে”।
সন্ধ্যা থেকেই আরতি দেখার জন্য ঘাটের সিঁড়িতে বসে ছিলন স্থানীয়রা। শহরবাসীর কথায়, “টিভিতে এই রকম আরতি আমরা দেখেছি। চোখের সামনে দেখের ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ হল। নদীকে আমরা পুজো করি। আমাদের উচিৎ নদীকে সম্মান করা”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ধরেই শহরের মানুষের চাহিদা ছিল বেনারসের আদলে গঙ্গা আরতি দেখার। আমরা সেই মতো গঙ্গা আরতির আয়োজন করেছি। মুর্শিদাবাদ জেলাতে ইতিহাসের টানে পর্যটকরা আসেন। শহরবাসীর কথা মাথায় রেখেই গঙ্গার পবিত্রতা রক্ষা করতে গঙ্গা আরতির আয়োজন বেনারসের আদলে”।





