জানা গিয়েছে, রঙবেরঙের আতশবাজির ঝলকানি প্রত্যক্ষ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালীপুজো উপলক্ষে এই আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোন ব্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা-সহ একাধিক আতশবাজির প্রদর্শিত হয় সেখানে। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে দু’বছর এই আতশবাজি প্রদর্শনী হয়নি। তবে আতশবাজী প্রদর্শনী দেখতে মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন। এই আতশবাজির প্রদর্শনীতে কোনও শব্দ বাজি ব্যবহার করা হয় না। ফলে আট থেকে আশি সকলেই এই আতশবাজির প্রদর্শনী দেখতে আসেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালীপুজো উপলক্ষে কান্দি শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে চলে উৎসব। আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষ। থাকে নরণারায়ণ সেবা। ২০২০ সালে কোভিড মহামারি পরিস্থিতির পর বন্ধ ছিল আতশবাজি প্রদর্শনী। এবছর ভাতৃ দ্বিতীয়া হোক বা কালীপুজো বাঙালি যে উৎসব মুখর তা বলার অবকাশ রাখে না। দীর্ঘ কয়েক বছর পর আতশবাজি প্রদর্শনী দেখে বেশ খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। তবে বায়ুদুষন রুখতে গ্রীন কার্ড আতশবাজি প্রদর্শনী করা হয়েছিল বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।





