শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম রোধ করতে উন্নত চিকিৎসা পরিষেবা চালু করবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হল। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুর শারীরিক কোনও ত্রুটি রয়েছে কিনা বা বংশগত কোনও রোগে শিশু আক্রান্ত কিনা তা গর্ভাবস্থায় নির্ণয় করা যাবে বিশেষ চিকিৎসা পদ্ধতিতে। এর ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম প্রতিরোধ করা বা রোগের চিকিৎসা করা সম্ভব হবে। পূর্ব ভারতের কোনও সরকারি হাসপাতালে প্রথম এই পরিষেবা চালু হতে চলেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পদ্ধতি চালু হলে অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।
advertisement
আরও পড়ুন - অবৈধ হকার তুলতে নির্দেশ মেয়রের,তবুও যুগ বদলালেও একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান ও গড়িয়াহাট
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় শিশুর জন্মগত শারীরিক ত্রুটি বা গ্রস কনজেনিটাল এনমেলি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। এছাড়া কার্ডিয়াক এনমেলি বা বংশগত রোগ রয়েছে কিনা তা এই পদ্ধতিতে নির্ণয় করা যায়। বেসরকারি সংস্থায় এই পরীক্ষা করাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়।
আরও পড়ুন - Healthy Lifestyle Tips: দেদার মিলনেই যৌনরোগ ছড়ায় এমন নয়, এই ৬ পদ্ধতিতেও ছড়ায় রোগ
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান,অপাপাত গর্ভাবস্থায় শিশুর রোগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। স্বাস্থ্যভবনে প্রস্তাব পাঠানো হবে। এই চিকিৎসা চালু হলে পরবর্তীকালে ফেটাল মেডিসিন পদ্ধতিতে গর্ভাবস্থায় শিশুর চিকিৎসার পদ্ধতি চালু করাও সম্ভব হবে।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ‘‘বর্ধমান হাসপাতালে সম্প্রতি 'মা' ক্যান্টিন চালু করা হয়েছে । রোগী কল্যাণ সমিতির বৈঠকে মা ক্যান্টিন চালুর বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। তা বাস্তবায়িত করা হয়েছে। এদিনের বৈঠকে হাসপাতালে ফেটাল মেডিসিন পদ্ধতি চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম কমানোর জন্য এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত প্রয়োজনীয়। এই চিকিৎসা পদ্ধতি চালু করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পরিকাঠামার বিষয়ে প্রস্তাব পাঠানো হবে।’’
এছাড়া রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতালের ভিতরের রাস্তা মেরামত করা, ঢাকা দেওয়া শববাহী গাড়ির ব্যবহার, হাসপাতালের ভেতরে থাকা পুকুরের পাড় সংস্কার করে সৌন্দর্য্যায়নের কাজ শুরু করার বিষয়ে আলোচনা হয়।
Saradindu Ghosh