ইন্দো বাংলা সীমান্তে পেট্রাপোল থানার ব্যবস্থাপনায় ছয়ঘড়িয়া এলাকায় সীমান্তের বাসিন্দাদের সরকারি নানা সুযোগ সুবিধা সহ সচেতনতায় ও পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজনের সম্পর্ক আরও নিবিড় করতেই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। এদিন থানার তরফে নারী শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাইবার ক্রাইম রোধ সহ স্থানীয় ক্লাবগুলির সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: চাকরির সুযোগ জেলা প্রশাসনিক দফতরে, না জানলেই বিরাট মিস! কত বেতন, জেনে নিন বিস্তারিত
পুলিশের প্রতি আস্থা বাড়াতে ও ভয় কাটাতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ফলে সীমান্ত এলাকায় মানুষের পুলিশের প্রতি আস্থা যেমন বাড়বে, তেমনি অপরাধমূলক কাজ কর্ম রোধে দ্রুত মিলবে পুলিশের ভূমিকা। এদিন বনগাঁ পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফেও এদিন সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে পুলিশের সমন্বয়ে আরও বাড়াতে বিশেষ ভূমিকা নেওয়া হয়।
Rudra Narayan Roy