আর মাত্র তিনদিন পরই ছট পুজোয় মাতবে জেলাবাসী। তাই বর্ধমান শহর লাগোয়া নদীঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। দামোদরের বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে বাঁকা নদীতেও হবে এই ছট পুজো।
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের ভাইফোঁটা
প্রতিবছরই ছট পুজো উপলক্ষে বর্ধমান শহরের দামোদর নদীর চড়ে লোকসমাগম অনেক বেশী হয়। অধীক ভিড়ের পাশাপাশি প্রচুর যানবাহনও আসে এই এলকায়। যানবাহনের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। প্রশাসন সূত্রে খবর, এবার যানজট এড়ানোর জন্য থাকবে পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা। এছাড়াও প্রশাসনের তরফ থেকে প্রথম থেকেই চলবে নজরদারি। নদীতে সাধারণ মানুষের প্রতি নজর দেওয়ার জন্যও থাকবে লাইফ বোটের ব্যবস্থা। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সবকিছু ভালভাবে লক্ষ্য রাখার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা।
advertisement
এই বিষয়ে বিধায়ক খোকন দাস জানিয়েছেন, এই সদরঘাট এলাকায় জঙ্গল আছে, সেটা পরিস্কার করা হবে সকলের সুবিধার্থে। যানজট যাতে না হয় সেকারণে পার্কিংয়ের ব্যবস্থাও করা হবে। পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থাও থাকবে।
বনোয়ারীলাল চৌধুরী