TRENDING:

জেলায় বড় সাফল্য! বিশ্ব যোগাসনে সোনার পদক জয় বালুরঘাটের প্রতিযোগীদের

Last Updated:

Yoga- বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের প্রতিযোগীদের। অন্ধ্রপ্রদেশে হয়ে যাওয়া ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত ২৮ ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের প্রতিযোগীদের। অন্ধ্রপ্রদেশে হয়ে যাওয়া ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত ২৮ ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ।
advertisement

আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নেওয়া ৫০০ জন প্রতিযোগীর মধ্যে দক্ষিণ দিনাজপুরের ৮ জন প্রতিযোগীর হাতে ধরেই এল ৩ টি সোনা, ৪ রূপো এবং ১ টি ব্রোঞ্জ পদক। ভাইজ্যাগ থেকে জেলায় ফিরতেই ওই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় বালুরঘাটের বিভিন্ন মহল থেকে।

এবিষয়ে কৃতি ছাত্রীর অভিভাবক জানান, “ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এক দুই জন নয়, বালুরঘাটের বিংশ শতাব্দী যোগা একাডেমী থেকে মোট আটজন প্রতিযোগী অংশগ্রহন করে জয়ী হয়ে ফিরে আসে। এটা কারও একার প্রচেষ্টায় হয়নি। সকলের প্রচেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। এমন অনন্য নজির গড়ায় খুশি সকলে।এলাকার প্রতিযোগীদের এই সাফল্যে খুশি বালুরঘাটবাসী।”

advertisement

আরও পড়ুন- ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন! অভিযোগ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে

View More

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৪ টি দেশের অন্তত ৫০০ জন প্রতিযোগী অংশ নেন। তাতে ট্র্যাডিশনাল এবং রিদিমিক দুটি বিভাগ ছিল।

advertisement

সেখানেই বালুরঘাট বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষে ৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা মিলিয়ে মোট ৮ জন অংশ নেন। এরমধ্যে সকলেই পুরস্কৃত হন। সেখানে ৩ জন সোনা, ৪ জন রূপো এবং ১ জন ব্রোঞ্জ পান। এই সাফল্যের পরেই জেলার যোগা চর্চার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোচ এবং প্রতিযোগীদের এই অবদান জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা দেশের মানচিত্রে নতুনভাবে উজ্জ্বল হবে বলে আশাবাদী সকলে।

advertisement

আরও পড়ুন- আস্ত একটা গ্রাম, সবাই টোটো চালায়! বাংলার ‘টোটোগ্রাম’ কোথায়? অনেকে জানেন না

দক্ষিণ দিনাজপুর জেলাকে রিপ্রেজেন্ট করেছে জেলা তথা বালুরঘাটের ৮ জন প্রতিযোগী। আর জেলার ক্রীড়া বিশেষকরা মনে করছেন, তাদের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম যোগাসন প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলায় বড় সাফল্য! বিশ্ব যোগাসনে সোনার পদক জয় বালুরঘাটের প্রতিযোগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল