আস্ত একটা গ্রাম, সবাই টোটো চালায়! বাংলার 'টোটোগ্রাম' কোথায়? অনেকে জানেন না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Toto village in Murshidabad- এখন খোশবাসপুর তিন মাথার মোড়ে প্রতি দিন ৫০-৬০টি ব্যাটারি চালিত টোটো গাড়ি দাঁড়িয়ে থাকে। টোটো চালকদের কথায়, এলাকায় কর্মসংস্থান না তৈরি হওয়ার কারণে ঘরে ঘরে টোটো আছে।
advertisement
advertisement
এক সময়ে সেই কারখানাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে, গ্রামে চাষবাস হলেও এখন তাতে লাভ নেই। ফলনে সঠিক দাম না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। এই অবস্থায় জীবিকার সন্ধানে গ্রামের অধিকাংশ যুবক পাড়ি দিচ্ছে আরব মুলুকে, নয়তো ভিন রাজ্যে। যাদের সেই সুযোগ নেই তারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাতে গ্রামের মানুষের যাতায়াতে গতি বেড়েছে।
advertisement
advertisement
advertisement
কান্দি মহকুমা সহ সদর শহর বহরমপুরে টোটো নিয়ে গিয়ে জীবন নির্বাহ চলে। যা অর্থ উপার্জন হয় তা দিয়েই চলে সংসার। তবে বর্তমান সময়ে আরটিওর পক্ষ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। ১৫-১৮ হাজার টাকা দাবি করা হচ্ছে টোটোতে বৈধ নম্বর দেওয়া হবে বলে। সেই টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বলেই অভিযোগ করেছেন টোটো চালকরা।<strong>-কৌশিক অধিকারী</strong>