কৃষিজীবী পরিবার৷ নিজের পূর্বপুরুষের কাছ থেকেই প্রথম বীররসের শিল্প ছৌনাচে নাম লেখান গিয়াসুদ্দিন৷ গিয়াসুদ্দিনের ঠাকুরদা ছিলেন হাজারি আনসারি। সেই ঠাকুরদার পথেই হেঁটেছেন বাবা জুমেরুদ্দিন। এখন গিয়াসুদ্দিনের সঙ্গে তালিম নেন তাঁর ছেলে কাইফুদ্দিনও।
advertisement
গিয়াসুদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন “পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি”। দলে রয়েছেন ৩০ জন সদস্য। তার মধ্যে ২২ সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। সদলবলে অনুষ্ঠান করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড়, সাবধান
গিয়াসুদ্দিনের এই ছৌ নাচ নিয়ে নানান কটাক্ষ,নানান চর্চা হলেও ছৌ নাচই আজ তার ধ্যান জ্ঞান। বাবার এই কর্মযজ্ঞে শামিল পুত্র কাইফউদ্দিন। তিনিও গর্বের সাথে জানান পূর্বপুরুষদের দেখানো ছৌ নাচের পথেই তিনিও হাঁটবেন। চালিয়ে যাবেন ছৌ নাচ।