TRENDING:

South Bengal News: দিনভর রোজা রেখে, সন্ধে নামলেই শিব-দুর্গার সাজ! পুরুলিয়ার এই পরিবার আপনাকে অবাক করবেই

Last Updated:

গিয়াসুদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন "পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি"। দলে রয়েছেন ৩০ জন সদস্য। তার মধ্যে ২২ সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। সদলবলে অনুষ্ঠান করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, ইন্দ্র: ভোরে উঠে নমাজ পড়েন৷ দিনভর রোখেন রোজা। তারপরে সন্ধে গড়ালেই অঙ্গে ধারণ করেন কখনও দুর্গা, কখনও শিব, কখনও বা গণেশের সাজ৷ কারণ, পুরুলিয়ার বরাবাজার ব্লকের পলমা গ্রামের গিয়াসুদ্দিনের কাছে তিনি শিল্পী, শিল্পই তাঁর ধর্ম, তাঁর কর্ম৷ গল্প করতে করতে গিয়াসুদ্দিন বলে ওঠেন, ‘‘ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়৷ শিল্পীদের কোন ধর্ম হয় না।’’
News18
News18
advertisement

কৃষিজীবী পরিবার৷ নিজের পূর্বপুরুষের কাছ থেকেই প্রথম বীররসের শিল্প ছৌনাচে নাম লেখান গিয়াসুদ্দিন৷ গিয়াসুদ্দিনের ঠাকুরদা ছিলেন হাজারি আনসারি। সেই ঠাকুরদার পথেই হেঁটেছেন বাবা জুমেরুদ্দিন। এখন গিয়াসুদ্দিনের সঙ্গে তালিম নেন তাঁর ছেলে কাইফুদ্দিনও।

আরও পড়ুন: চাকায় পিষে দেহ আটকে এগিয়ে গেল প্রায় ৩০০ মিটার…থামল না ডাম্পার! মধ্যমগ্রামের বীভৎস পথ দুর্ঘটনায় তছনছ গোটা পরিবার

advertisement

গিয়াসুদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন “পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি”। দলে রয়েছেন ৩০ জন সদস্য। তার মধ্যে ২২ সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। সদলবলে অনুষ্ঠান করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড়, সাবধান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গিয়াসুদ্দিনের এই ছৌ নাচ নিয়ে নানান কটাক্ষ,নানান চর্চা হলেও ছৌ নাচই আজ তার ধ্যান জ্ঞান। বাবার এই কর্মযজ্ঞে শামিল পুত্র কাইফউদ্দিন। তিনিও গর্বের সাথে জানান পূর্বপুরুষদের দেখানো ছৌ নাচের পথেই তিনিও হাঁটবেন। চালিয়ে যাবেন ছৌ নাচ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: দিনভর রোজা রেখে, সন্ধে নামলেই শিব-দুর্গার সাজ! পুরুলিয়ার এই পরিবার আপনাকে অবাক করবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল