Road Accident: চাকায় পিষে দেহ আটকে এগিয়ে গেল প্রায় ৩০০ মিটার...থামল না ডাম্পার! মধ্যমগ্রামের বীভৎস পথ দুর্ঘটনায় তছনছ গোটা পরিবার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি বারাসতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় পাশ দিয়ে একটি ডাম্পারও যাচ্ছিল ওই দিকে৷ হঠাৎ করেই সেই ডাম্পারে ধাক্কা লাগে স্কুটিটির৷
মধ্যমগ্রাম, জিয়াউল আলম: মর্মান্তিক দুর্ঘটনা! স্ত্রী ও সন্তানকে বাইকে বসিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ভদ্রলোক৷ কিন্তু, আর ফেরা হল না বাড়ি৷ যশোর রোডের উপর মাটি ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তাঁর দেহ আটকে থাকল অনেকক্ষণ৷ বীভৎস এই ঘটনায় বাইকে থাকা শিশু ও মহিলাও গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি বারাসতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় পাশ দিয়ে একটি ডাম্পারও যাচ্ছিল ওই দিকে৷ হঠাৎ করেই সেই ডাম্পারে ধাক্কা লাগে স্কুটিটির৷ নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুটিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়।
advertisement
advertisement
মহিলা সহ শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও স্কুটি চালক ডানদিকে পড়ায় পিছন থেকে আসা ডাম্পারে চাকায় পিষ্ট হয়ে যান তিনি৷ তাঁর দেহ চাকায় আটকে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়।
সেই সময় রাস্তার পাশে থাকা মানুষজন ডাম্পারটিকে দাঁড়ানোর চেষ্টা করলেও কোনওরকম ভাবেই ডাম্পারটি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রাম ট্র্যাফিক পুলিশ। ইতিমধ্যেই অবশ্য মহিলা ও শিশুটিকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 22, 2025 11:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: চাকায় পিষে দেহ আটকে এগিয়ে গেল প্রায় ৩০০ মিটার...থামল না ডাম্পার! মধ্যমগ্রামের বীভৎস পথ দুর্ঘটনায় তছনছ গোটা পরিবার