TRENDING:

South 24 Parganas News: ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের

Last Updated:

South 24 Parganas News: আজমীর শরীফের উদ্দেশ্যে সাইকেলে রওনা দিলেন বারুইপুরের একদল যুবক। সাইকেল চালিয়ে ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবেন আজমীর শরীফের উরুস অনুষ্ঠানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: বারুইপুর থেকে আজমীর শরীফের দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার। সেই দীর্ঘ পথ পাড়ি দিতে সাইকেলকে সঙ্গী করে রওনা হলেন বারুইপুরের এক যুবক ও তার সঙ্গীরা। বারুইপুর থেকে দিল্লি হয়ে রাজস্থানের আজমীর শরিফ পৌঁছবেন তারা। আগামী ১৫ দিনের মধ্যে দিল্লি পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছেন। প্রতিদিন ১০০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে এগোতে চান তারা।
advertisement

অনেকেই দিল্লি থেকে পায়ে হেঁটে পাঁচশো কিলোমিটার হেঁটে আজমীর শরীফে পৌঁছায়। তাই তারা বারুইপুর থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু শারীরিক সক্ষমতা নয়, এই যাত্রা তাদের কাছে এক গভীর মানসিক ও ধর্মীয় সাধনার অংশ।

আরও পড়ুনঃ আর দৌড়ঝাঁপ নয়, বিশ্বমানের থ্যালাসেমিয়া পরীক্ষা এখন জেলাতেই! সম্পূর্ণ বিনামূল্যে নদিয়ায় চালু পরিষেবা, চটজলদি রিপোর্ট

advertisement

আজমীর শরীফে প্রতিবছর উরুস অনুষ্ঠিত হয়। এ বছর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পবিত্র অনুষ্ঠান। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এই সময়। দরগাহয় বসে বিশাল মেলা, আর প্রত্যেকে নিজের মনের কামনার কথা তুলে ধরেন দরগায়। সেই পরিবেশে পৌঁছনোর জন্যই এই আলোচিত ও কঠিন যাত্রাপথ বেছে নিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যুবকরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাদের কথায়, “সাইকেলযাত্রা শুধু শরীরের পরীক্ষা নয়, ইচ্ছাশক্তি ও বিশ্বাসেরও পরীক্ষা। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মানুষ সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করেছে। তাহলে আমরা কেন পারব না। আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই এই পদক্ষেপ নিয়েছি। এই যাত্রা যদি ঠিকঠাক ভাবে অতিক্রম করতে পারি। তাহলে আগামী দিনে আরও বড় যাত্রা করার ইচ্ছা আছে। শুধুু সংকল্প একটাই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দরগাহে প্রার্থনা জানানো”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় আচমকা হলটা কী! সাগরপাড়ে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল মানুষের ঢল
আরও দেখুন

বারুইপুরবাসীরাও তাদের এই অনন্য উদ্যোগে উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল