Nadia News: আর দৌড়ঝাঁপ নয়, বিশ্বমানের থ্যালাসেমিয়া পরীক্ষা এখন জেলাতেই! সম্পূর্ণ বিনামূল্যে নদিয়ায় চালু পরিষেবা, চটজলদি রিপোর্ট
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: নদিয়া জেলায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের থ্যালাসেমিয়া পরীক্ষা করার সুযোগ। রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে রানাঘাটে নিখরচায় করুণ থ্যালাসেমিয়া পরীক্ষা।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাটে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ে বড় উদ্যোগ, সম্পূর্ণ বিনামূল্যে হবে পরীক্ষা। জেলার মানুষের ভরসা হয়ে উঠছে এই কেন্দ্র। নদিয়া জেলার রানাঘাট থ্যালাসেমিয়া স্ক্রিনিং সেন্টার এখন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের অধীনে পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের অংশ হিসেবে এই কেন্দ্র মূলত থ্যালাসেমিয়া রোগ নির্ণয় এবং বাহক শনাক্তকরণের কাজ করে থাকে। সরকারি নির্দেশ অনুযায়ী, জেলার প্রতিটি ব্লক স্তরের হাসপাতাল রক্তের নমুনা সংগ্রহ করে এই কেন্দ্রে পাঠায়।
সচেতনতা বাড়াতে সেন্টারের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ব্লকে গিয়ে নিয়মিত শিবির করেন, যেখানে সাধারণ মানুষকে থ্যালাসেমিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা রানাঘাট সেন্টারে পরীক্ষা করে রিপোর্ট নির্দিষ্ট ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ চা খেলেই গাছ ফ্রি! এক কাপ চা কিনলেই মিলছে আম, কাঁঠাল, শাল, নিমের চারা! পরিবেশ রক্ষায় নজির চা বিক্রেতার
সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, শুধুমাত্র সরকারিভাবে পরিচালিত নমুনা সংগ্রহই নয় বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে বহু সচেতন নাগরিক নিজেরাই এই কেন্দ্রে আসছেন। কেন্দ্রের বিশেষত্ব হল, এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নাগরিকদের হাতে সরাসরি তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া
থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য ব্যবহৃত মেশিন বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর বলে দাবি করেছে সংস্থা। কর্তৃপক্ষের বক্তব্য, এই মেশিনের থেকে আধুনিক প্রযুক্তির কোনও বিকল্প বর্তমানে বিশ্বের আর কোথাও নেই। সাধারণ প্রাইভেট চিকিৎসালয়ে এমন উন্নত মানের পরীক্ষা করার ব্যবস্থা না থাকায় কলকাতায় এই পরীক্ষা করাতে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হয়। ফলে রানাঘাট কেন্দ্রটির বিনামূল্যের পরিষেবা জেলার মানুষের জন্য বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্থার ডিরেক্টর ড. রবীন্দ্রনাথ হালদার জানান, “নদিয়া জেলায় আমরা এই উদ্যোগ সফলভাবে চালাতে পারছি। আমাদের লক্ষ্য একটাই, আগামী দিনে যেন একটিও সদ্যোজাত শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে জন্ম না নেয়। সেই লক্ষ্যেই আমরা প্রতিদিন কাজ করছি।”
সরকারি সহায়তায় পরিচালিত এই আধুনিক স্ক্রিনিং সেন্টার নদিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
November 26, 2025 3:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আর দৌড়ঝাঁপ নয়, বিশ্বমানের থ্যালাসেমিয়া পরীক্ষা এখন জেলাতেই! সম্পূর্ণ বিনামূল্যে নদিয়ায় চালু পরিষেবা, চটজলদি রিপোর্ট
