TRENDING:

হাইটেনশন তারের নিচে অবৈধ নির্মাণ! হঠাৎ বিদ্যুতের ঝটকা, ছিটকে গেলেন শ্রমিক, মুহূর্তে সব শেষ

Last Updated:

Electrocuted Death: উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের হাইটেনশন তারের নিচে অবৈধভাবে হচ্ছিল বাড়ি বানানোর কাজ। সেই তারে স্পর্শ করায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মথুরাপুরে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের হাইটেনশন তারের নিচে বাড়ি বানানোর অনুমতি দিল কে? উঠছে সেই প্রশ্ন। এই বাড়ি তৈরির কাজের সময় তারে স্পর্শ করায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, নালুয়া গোড়ে পাড়া এলাকায় উচ্চক্ষমতা সম্পন্ন হাইটেনশন তারের নিচে নতুন গোডাউন তৈরির কাজ চলছিল। সেই গোডাউনের ছাদ ঢালাই করার জন্য মাল মশলা আনা হয়। স্থানীয় ব্যক্তি পুতুল নস্কর অবৈধভাবে এই গডাউন তৈরির কাজ করাচ্ছিলেন।
উচ্চক্ষমতা সম্পন্ন তারের সংস্পর্শে মারা গেলেন এক ব্যক্তি
উচ্চক্ষমতা সম্পন্ন তারের সংস্পর্শে মারা গেলেন এক ব্যক্তি
advertisement

আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার নিথর দেহ! পাশে পড়ে বাইক, কাছে যেতেই পিলে চমকে উঠল এলাকাবাসীর, কীভাবে এমন পরিণতি?

ঢালাই দেওয়া শুরু হলে মাথায় মশলা নিয়ে ছাদে উঠতে গিয়ে হাইটেনশন তারে শরীর ছুঁয়ে যায় ওই শ্রমিকের। প্রহ্লাদ হালদার নামের ওই শ্রমিক তৎক্ষণাৎ ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি।এরপর মথুরাপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে হাইটেনশন তারের নিচে কীভাবে বাড়ি বানানোর কাজ চলছিল। তা নিয়ে উঠেছে প্রশ্ন। কে বা কারা এর অনুমতি দিল তা বড় প্রশ্ন তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বাড়ির সামনে খেলছিল কিশোর, আচমকা ঝাঁপিয়ে পড়ল…! চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হল না

View More

ঘটনাটি খতিয়ে দেখছে মথুরাপুর থানার পুলিশ। তবে যে ব্যক্তি বাড়ি তৈরি করছিলেন তাদের পরিবারের দাবি, ওই তারটি দীর্ঘদিন ঝুলে ছিল। বিদ্যুৎ অফিসে বলেও কাজ হচ্ছিল না। কিন্তু এরপরেও কীভাবে বাড়ি তৈরি করছিলেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধারের পর বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এই ঘটনার পর শোকের ছায়া নেমেছে নিহতের পরিবারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাইটেনশন তারের নিচে অবৈধ নির্মাণ! হঠাৎ বিদ্যুতের ঝটকা, ছিটকে গেলেন শ্রমিক, মুহূর্তে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল