সুন্দরবনের বিভিন্ন গাছ থেকে আলাদা আলাদা মধু তৈরি হয়। কোন গাছে কি মধু তৈরি হয় সেই সম্পর্কে জানানো, এছাড়াও গাছের বৈশিষ্ট্য জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা আকারে এই কথা জানানো হলেও, সুন্দরবনের যে ক্যাম্পগুলি রয়েছে এবার সেখানেও এই গাছ চেনানোর বৈশিষ্ট্য থাকবে।
advertisement
আসলে শীতকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তাদের কাছে এই জিনিসটি নতুন বিষয় হিসাবে দেখানো হবে বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। সুন্দরবনের আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও অনেক কিছু রয়েছে তা জানাতে এই প্রয়াস।
এছাড়াও সুন্দরবনের মধ্যে থাকা প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী ও প্রত্নস্থল চেনানোর প্রয়াস নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার সুন্দরবনকে ব্র্যান্ড সুন্দরবন হিসাবে তুলে ধরতে চায় সরকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেজন্য দ্রুত সকলকে সুন্দরবনের ইতিহাস জানানোর উদ্যোগ নিয়েছে তারা। সেই সঙ্গে সুন্দরবন যে সাম্ভাব্য বিপদের মুখে তা জানাতে হবে সকলকে। এই কারণেই সুন্দরবন মেলা পালনের গুরুত্ব রয়েছে। কিন্তু সকলকে উদ্যোগী হয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে সর্বত্র এবং সঠিক পথে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নতুন এই গাছ ও ঐতিহ্য চেনানোর উদ্যোগ সকলকে কাছে টানবে বলে মনে করছেন তাঁরা।





