TRENDING:

Sundarbans: সুন্দরবনকে ব্র্যান্ড 'সুন্দরবন' বানাতে উদ্যোগী হল রাজ্য সরকার! শীতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, আরও কাছ থেকে চিনুন ম্যানগ্রোভ বনকে

Last Updated:

South 24 Parganas News: সুন্দরবনকে ব্র্যান্ড সুন্দরবন হিসাবে গড়ে তুলছে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সুন্দরবনের ভিন্ন প্রজাতির গাছ ও ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরতে নেওয়া হয়েছে এই প্রয়াস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: এবার সুন্দরবনের ভিন্ন প্রজাতির গাছ ও ঐতিহ্য চেনানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহৎ সুন্দরবনে প্রায় সমস্ত গাছ একরকম লাগলেও সেগুলি আদতে আলাদা। এছাড়াও রয়েছে সুন্দরবনের প্রাচীন ঐতিহ্য সেই সব কিছু এবার জনসমক্ষে তুলে ধরবে প্রশাসন।
advertisement

সুন্দরবনের বিভিন্ন গাছ থেকে আলাদা আলাদা মধু তৈরি হয়। কোন গাছে কি মধু তৈরি হয় সেই সম্পর্কে জানানো, এছাড়াও গাছের বৈশিষ্ট্য জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা আকারে এই কথা জানানো হলেও, সুন্দরবনের যে ক্যাম্পগুলি রয়েছে এবার সেখানেও এই গাছ চেনানোর বৈশিষ্ট্য থাকবে।

আরও পড়ুনঃ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই! প্রাণ হাতে ফিরলেন ষাটোর্ধ্ব ব্যক্তি, পাথরপ্রতিমায় লোকের মুখে মুখে ঘুরছে গণেশের সাহসের কাহিনি

advertisement

আসলে শীতকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তাদের কাছে এই জিনিসটি নতুন বিষয় হিসাবে দেখানো হবে বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। সুন্দরবনের আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও অনেক কিছু রয়েছে তা জানাতে এই প্রয়াস।

View More

এছাড়াও সুন্দরবনের মধ্যে থাকা প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী ও প্রত্নস্থল চেনানোর প্রয়াস নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার সুন্দরবনকে ব্র্যান্ড সুন্দরবন হিসাবে তুলে ধরতে চায় সরকার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনকে ব্র্যান্ড 'সুন্দরবন' বানাতে উদ্যোগী রাজ্য সরকার! পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ
আরও দেখুন

সেজন্য দ্রুত সকলকে সুন্দরবনের ইতিহাস জানানোর উদ্যোগ নিয়েছে তারা। সেই সঙ্গে সুন্দরবন যে সাম্ভাব্য বিপদের মুখে তা জানাতে হবে সকলকে। এই কারণেই সুন্দরবন মেলা পালনের গুরুত্ব রয়েছে। কিন্তু সকলকে উদ্যোগী হয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে সর্বত্র এবং সঠিক পথে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে‌ বলে জানিয়েছেন আয়োজকরা। নতুন এই গাছ ও ঐতিহ্য চেনানোর উদ্যোগ সকলকে কাছে টানবে বলে মনে করছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans: সুন্দরবনকে ব্র্যান্ড 'সুন্দরবন' বানাতে উদ্যোগী হল রাজ্য সরকার! শীতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, আরও কাছ থেকে চিনুন ম্যানগ্রোভ বনকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল