পুলিশ জানিয়েছে, দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দার দাবি, পুলিশ প্রশাসন একাধিকবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করার পরেও হুঁশ ফিরছে না একশ্রেণীর চালক এবং পথচারীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরনের দুর্ঘটনা নিয়ে বারবার সচেতন করছে প্রশাসন। তারপরেও অসতর্কভাবে বাইক চালাচ্ছে তরুণ প্রজন্ম। সবার আগে এই ধরনের মানুষদের সচেতন হতে হবে। তবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।






