স্বাস্থ্য পরীক্ষায় পাশ না করলে মিলবে না এই এনওসি। এতদিন সিএফের পাওয়ার আগেই নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা হত। বোটের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা পরিষদ ইতিমধ্যেই একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছে। সেই অনুযায়ী কাজ এগিয়ে গিয়েছে। ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে বোট মালিক এনওসির জন্য জেলা পরিষদে আবেদন করতে পারবেন। তারপর ওই নথি নিয়ে বোট লাইসেন্সের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে আবেদন করতে হবে। এরপর মিলবে অনুমতি।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনে লাফিয়ে লাফিয়ে বাড়ল ৫ প্রজাতির মাছরাঙা! কোনটির কত? জানলে মন ভাল হয়ে যাবে আপনারও
কেউ যদি সিএফ না পান, তাহলে এনওসি পাবেনা না, লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবেন না। জানা গিয়েছে, এনওসি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাসে। অক্টোবরের মধ্যে মালিকদের বোট পরীক্ষা করাতে হবে। সংশ্লিষ্ট বোটের ইঞ্জিন কেমন, পরিকাঠামো ঠিক আছে কি না, আয়তন কতটা ইত্যাদি যাচাই করা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট। সমস্ত ধাপ সঠিকভাবে পার করলে তবেই মিলবে লাইসেন্স।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পরিষদ সূত্রে খবর পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই লাইসেন্স দেওয়ার নিয়মে কড়াকড়ি করা হচ্ছে। বাইরে থেকে সারাবছর এখন সুন্দরবনে হাজার হাজার পর্যটক আসেন। ফলে এই জলযানের সুরক্ষার দিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।