সম্প্রতি বনমহোৎসবের দিন এই নাটকের ঝলক দেখা গিয়েছে। সেসময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নং ব্লকের স্কুল শিক্ষা পরিদর্শক অর্পিতা দে, রায়দিঘি কলেজের এনএস ইউনিটের সদস্য-সদস্যারা।
আরও পড়ুন: সর্দি-কাশি, কাটা-পোড়ার যম…! কেন্দ্রের চয়েস সুন্দরবনের এই মধু, দেখে নিন ব্র্যান্ড, জানুন কীভাবে তৈরি
advertisement
এই এলাকাটি সুন্দরবন লাগোয়া এলাকা। এখানে বৃক্ষরোপণ নিয়ে ছোট থেকেই সকলকে সচেতন করাই লক্ষ্য বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। বৃক্ষরোপণ নিয়ে রচিত পথনাটিকাটি আগামীদিনে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে। ম্যানগ্রোভ দিবস পালনের অনুষ্ঠানেও এই নাটক প্রদর্শিত হবে। এই অনুষ্ঠান নিয়ে খুশি সকলেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে এসআইএস অর্পিতা দে জানিয়েছেন, “গিরিবালা আদর্শ বিদ্যালয় এবং তাদের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক এমন অনুষ্ঠান করেন। আসলে এই এলাকায় বৃক্ষরোপণ খুবই জরুরি। আগামীতে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। বৃক্ষরোপণের পর সেই গাছটিকে বড় করে তোলাও সবার লক্ষ্য থাকা উচিৎ।”
নবাব মল্লিক