প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যাঁরা শিশুদের যত্ন ও নিরাপত্তার জন্য কাজ করেন, তাঁদের এই মঞ্চে সম্মান জানানো হয়। জ্যোৎস্না হালদার জনপ্রতিনিধি বিভাগে জাতীয় স্তরে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে মৈপীঠ বৈকুণ্ঠপুরে গড়ে উঠেছে এক অনন্য উদ্যোগ- শিশুদের ডুবে যাওয়া প্রতিরোধে কমিউনিটি নির্ভর কর্মসূচি। তিনি একটি সংস্থার সঙ্গে শুরু করেছিলেন ‘কবচ’ নামে শিশু যত্ন কেন্দ্র।
advertisement
আরও পড়ুন: এক ফোনে ডুয়ার্সের নজরকাড়া পাটের জিনিসপত্র! নতুন বিজনেস আইডিয়াতে জীবিকা বাঁচানোর লড়াই ৪৫ মহিলার
যেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা শিশুদের দেখাশোনা করেন। পাশাপাশি শেখানো হয় জলে ডুবে গেলে উদ্ধারের প্রশিক্ষণ ও প্রাথমিক চিকিৎসা। তাঁর এই উদ্যোগে বহু শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আর এমন সফলতার পরিপ্রেক্ষিতেই দক্ষিণ ২৪ পরগনার ওই পঞ্চায়েত প্রধান জাতীয় স্তরের এমন পুরস্কার পেলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন দিল্লিতে পুরস্কার গ্রহণের সময় জ্যোৎস্না বলেন, ‘এই পুরস্কার শুধু আমার নয়, মৈপীঠ বৈকুণ্ঠপুরের প্রতিটি মা, প্রতিটি গ্রামবাসীর এবং তাদের পরিবারের। স্থানীয় বিধায়ক ও কুলতলির বিডিও সহায়তা ছাড়া এই কাজ সম্ভব হত না। জ্যোৎস্না হালদার পঞ্চায়েত প্রধান হিসেবে দেশের প্রথম নারী, যিনি শিশুর ডুবে যাওয়া রোধে এমন উদ্যোগ শুরু করেছেন।






