TRENDING:

Success Story: পঞ্চায়েত প্রধানের সফলতার গল্প! সুন্দরবনের শিশুদের জন্য বিশেষ কাজ এনে দিল জাতীয় সম্মান, কুর্নিশ জানাচ্ছেন সবাই

Last Updated:

সুন্দরবনের মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার শিশুদের যত্নে দেশের অন্যতম বড় সম্মান পেলেন। পেলেন জাতীয় স্তরের সম্মান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলী, সুমন সাহা: ‘কবচ’ এনে দিল জাতীয় সম্মান! সুন্দরবনের শিশুদের যত্নে পঞ্চায়েত প্রধান। সুন্দরবনের মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার শিশুদের যত্নে দেশের অন্যতম বড় সম্মান পেলেন। দিল্লির ইন্ডিয়া একটি  কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া চাইল্ড – কেয়ার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫। যেখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদারকে পুরস্কৃত করা হয়।
জ্যোৎস্না হালদার 
জ্যোৎস্না হালদার 
advertisement

প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যাঁরা শিশুদের যত্ন ও নিরাপত্তার জন্য কাজ করেন, তাঁদের এই মঞ্চে সম্মান জানানো হয়। জ্যোৎস্না হালদার জনপ্রতিনিধি বিভাগে জাতীয় স্তরে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে মৈপীঠ বৈকুণ্ঠপুরে গড়ে উঠেছে এক অনন্য উদ্যোগ- শিশুদের ডুবে যাওয়া প্রতিরোধে কমিউনিটি নির্ভর কর্মসূচি। তিনি একটি সংস্থার সঙ্গে শুরু করেছিলেন ‘কবচ’ নামে শিশু যত্ন কেন্দ্র।

advertisement

আরও পড়ুন: এক ফোনে ডুয়ার্সের নজরকাড়া পাটের জিনিসপত্র! নতুন বিজনেস আইডিয়াতে জীবিকা বাঁচানোর লড়াই ৪৫ মহিলার

View More

যেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা শিশুদের দেখাশোনা করেন। পাশাপাশি শেখানো হয় জলে ডুবে গেলে উদ্ধারের প্রশিক্ষণ ও প্রাথমিক চিকিৎসা। তাঁর এই উদ্যোগে বহু শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আর এমন সফলতার পরিপ্রেক্ষিতেই দক্ষিণ ২৪ পরগনার ওই পঞ্চায়েত প্রধান জাতীয় স্তরের এমন পুরস্কার পেলেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এক ফোনে ডুয়ার্সের নজরকাড়া পাটের জিনিসপত্র! নতুন বিজনেস আইডিয়াতে জীবিকা বাঁচানোর লড়াই
আরও দেখুন

এদিন দিল্লিতে পুরস্কার গ্রহণের সময় জ্যোৎস্না বলেন, ‘এই পুরস্কার শুধু আমার নয়, মৈপীঠ বৈকুণ্ঠপুরের প্রতিটি মা, প্রতিটি গ্রামবাসীর এবং তাদের পরিবারের। স্থানীয় বিধায়ক  ও কুলতলির বিডিও  সহায়তা ছাড়া এই কাজ সম্ভব হত না। জ্যোৎস্না হালদার পঞ্চায়েত প্রধান হিসেবে দেশের প্রথম নারী, যিনি শিশুর ডুবে যাওয়া রোধে এমন উদ্যোগ শুরু করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: পঞ্চায়েত প্রধানের সফলতার গল্প! সুন্দরবনের শিশুদের জন্য বিশেষ কাজ এনে দিল জাতীয় সম্মান, কুর্নিশ জানাচ্ছেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল