Business Idea: এক ফোনে ডুয়ার্সের নজরকাড়া পাটের জিনিসপত্র! নতুন বিজনেস আইডিয়াতে জীবিকা বাঁচানোর লড়াই ৪৫ মহিলার

Last Updated:

ডুয়ার্স না এলেও মিলবে ডুয়ার্সের ছোঁয়া! ধুপঝোড়া বনবস্তির প্রায় ৪৫ জন মহিলা পাটের সূক্ষ্ম কারুকাজে গড়ছেন আত্মনির্ভরতার দৃষ্টান্ত। মাদুর, ব্যাগ, টেবিল ম্যাট-সহ নানা সামগ্রী এখন মিলছে ঘরে বসেই।

+
পাটের

পাটের জিনিসপত্র বিক্রির নতুন বিজনেস আইডিয়া

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্স ঘুরতে আসতে পারছেন না, কিন্তু চাই ডুয়ার্সের ছোঁয়া? আর চিন্তা নেই, এবার এক ফোনে বাড়িতে বসেই মিলবে ডুয়ার্সের মহিলাদের বানানো পাটের সূক্ষ্ম কারুকাজের সামগ্রী! এই নম্বরে ফোন করলেই মিলবে ঘর সাজানোর নানা সামগ্রী। এভাবেই  জঙ্গল লাগোয়া বনবস্তির মহিলাদের জীবিকার দিশা -পাটের হাতে তৈরি সামগ্রী পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।
গরুমারার সবুজ অরণ্যের ছায়ায়, ধুপঝোড়া এলাকার বনবস্তির মহিলারা আজ নিজেদের পরিশ্রমে গড়ে তুলছেন আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তাঁদের হাতে তৈরি পাটের সামগ্রী যেমন-মাদুর, ব্যাগ, টেবিল ম্যাট, ফুলদানি কিংবা সাজসজ্জার নানা উপকরণ। কিন্তু পর্যটন প্যাকেজে এই সামগ্রী বিক্রির ব্যবস্থা বন্ধ হওয়ায় বিক্রির জোয়ার কিছুটা থেমে গিয়েছিল। তবুও হাল ছাড়েননি তাঁরা। নতুন করে পথ খুঁজে নিয়েছেন এই অরণ্যসংলগ্ন প্রায় ৪৫ জন মহিলা।
advertisement
advertisement
প্রতিদিনই কেউ না কেউ পাটের সুতোর গিঁটে গাঁথছেন জীবিকার নতুন স্বপ্ন। জলপাইগুড়ির ওই এলাকার স্থানীয় এক মহিলার কথায়, “এই কাজই এখন সংসারের ভরসা। সকালে বনে যাই জ্বালানি সংগ্রহে, বিকেলে বসি পাটের কাজ নিয়ে। এই হাতে রোজগার, এই হাতেই সম্মান।” এই পাটের কাজ এখন শুধুমাত্র জীবিকার সঙ্গে তাদের এক ঐতিহ্য রক্ষার লড়াইও বটে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের প্রশিক্ষক জানিয়েছেন, “আমরা শুধু সামগ্রী বানাচ্ছি না, বাঁচিয়ে রাখছি গ্রামীণ সংস্কৃতির এক পুরনো উত্তরাধিকার। পাটের কাজ আমাদের আত্মনির্ভরতার প্রতীক।” সবচেয়ে আশার কথা, এখন এই মহিলারা শুরু করেছেন হোম ডেলিভারি পরিষেবা। ক্রেতারা ফোনে অর্ডার দিলেই তাঁদের তৈরি পাটের সামগ্রী পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। ফোন করতে হবে শুধু 6295823892 এই নম্বরে!  এই নতুন উদ্যোগে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ধুপঝোড়ার মহিলারা। সবুজ জঙ্গলের পাশে, প্রকৃতির বুক থেকে উঠে আসা এই নারীদের গল্প তাই শুধু জীবিকার নয় এ এক লড়াই নিজের পায়ে দাঁড়ানোর, এক হাতের তৈরি আশার গল্প!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এক ফোনে ডুয়ার্সের নজরকাড়া পাটের জিনিসপত্র! নতুন বিজনেস আইডিয়াতে জীবিকা বাঁচানোর লড়াই ৪৫ মহিলার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement