TRENDING:

ডেঙ্গির প্রকোপ ঠেকাতে ভরসা গাপ্পি আর লার্ভিসাইড অয়েল! শীতের শুরুতেই শহরতলীতে উঠে পড়ে নামল পৌরসভা

Last Updated:

ডেঙ্গির প্রকোপ রুখতে গাপ্পির চারা ছাড়া হচ্ছে শহরতলীতে। জানা গিয়েছে ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যের প্রথম ১০টি জেলার মধ্যে ৬টিই এখন কলকাতাসহ লাগোয়া ছয় জেলা। ফলে সেখানে ডেঙ্গির লার্ভা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডেঙ্গির প্রকোপ রুখতে গাপ্পির চারা ছাড়া হচ্ছে শহরতলীতে। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যের প্রথম ১০টি জেলার মধ্যে ছয়টিই এখন কলকাতা শহর লাগোয়া ছয় জেলা। ফলে সেখানে ডেঙ্গির লার্ভা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে।
advertisement

শহরতলীর একাধিক খাল এবং জলাশয় চিহ্নিত করে ডেঙ্গির লার্ভা নষ্ট করতে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। মহেশতলা পৌরসভার তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডেই এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন নর্দমা বা ড্রেনে লার্ভিসাইড অয়েল স্প্রে করা থেকে শুরু করে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেট্রোর পৌষমাস, বাস-ট্যাক্সির সর্বনাশ! হাওড়া-সল্টলেক মেট্রো চালু হতেই যাত্রী খুঁজতে হাপিত্যেশ পরিবহণ কর্মীদের

advertisement

View More

একই কাজ চলছে সাতগাছিয়া, বজবজ, মুচিশা-সহ বিভিন্ন জায়গায়‌। এই কাজে অনেকটা সাফল্য পেয়েছে লক্ষ্মীবালা গ্রামীণ হাসপাতাল। সেখানের কাজ নিয়ে খুশি স্থানীয়রা। ইতিমধ্যেই সবকিছু ঘুরে দেখেছেন বজবজ দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি। ডেঙ্গি রোধে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। গ্রামীণ হাসপাতালগুলিও এক্ষেত্রে ভাল কাজ করছে। অনেক জায়গায় পরিকাঠামোর মানোন্নয়ন করা হচ্ছে। নতুন ব্যবস্থা দেখে খুশি স্থানীয়রাও।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ডেঙ্গির প্রকোপ ঠেকাতে ভরসা গাপ্পি! শীতের শুরুতেই শহরতলীতে উঠে পড়ে নামল পৌরসভা
আরও দেখুন

মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেরার উদ্যোগে আক্রা মেলাঘাটা এলাকায় বিভিন্ন খাল, জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। সোমা বেরা জানিয়েছেন, মহেশতলায় ডেঙ্গি রুখতে পৌরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা থেকে শুরু করে লার্ভিসাইড ওয়েল স্প্রে এবং গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ডেঙ্গি রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। আগামী দিনে এই সংক্রান্ত কাজের পরিধি আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গির প্রকোপ ঠেকাতে ভরসা গাপ্পি আর লার্ভিসাইড অয়েল! শীতের শুরুতেই শহরতলীতে উঠে পড়ে নামল পৌরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল