TRENDING:

Durga Idol: হাতে সরকারি চাকরি, অভাব নেই বললেই চলে, তবুও পুজো এলেই গড়েন প্রতিমা! কেন জানলে স্যালুট জানাবেন

Last Updated:

এসডিও অফিসের কাজ সামলেও ১৭ ফুটের প্রতিমা গড়ে তাক লাগাচ্ছেন রায়দিঘির গোকুলবাবু। ৩৫ বছর ধরে প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত তিনি। তবে এবছর তিনি গড়ছেন বড় আকারের প্রতিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এসডিও অফিসের কাজ সামলেও ১৭ ফুটের প্রতিমা গড়ে তাক লাগাচ্ছেন রায়দিঘির গোকুলবাবু। ৩৫ বছর ধরে প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত তিনি। তবে এবছর তিনি গড়ছেন বড় আকারের প্রতিমা।
advertisement

প্রতিদিন অফিস টাইমে কাজ, এরপর সেখান থেকে ফিরে বাকি সময়ে তৈরি করেন প্রতিমা। এভাবে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন তিনি। ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে পিওনের পদে কাজ করেন তিনি। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় একবার ঠাকুর তৈরির কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ ছেড়ে মানসিক শান্তি তিনি পাননি। ফলে আবারও শুরু করেন এই কাজ।

advertisement

আরও পড়ুন: এক ছাদের তলায় কত কিছু! পুজোর আগে মেগা ধামাকা, ঢুঁ মারলেই মন গলে যাবে মহিলাদের

View More

চাকরি পেলেও ভুলে যাননি পুরনো পেশাকে। বাপ-ঠাকুরদার পেশা আজও বাঁচিয়ে রেখেছেন অজানা এক তাগিদ থেকে। সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে প্রতিমা নির্মাণের কাজে নেমে পড়েন তিনি। ছোট মেয়ে খুকুমণি দাস ও স্ত্রী মিঠুরানি দাস গোকুলবাবুর কাজে সাহায্য করেন। গোকুলবাবুর হাতের কাজ সুন্দর। এবছর তিনি ১৭ ফুটের প্রতিমাটি ছাড়াও তৈরি করছেন একটি খেঁজুর পাতার প্রতিমা। এছাড়াও প্রতিমার পিছনের ক্যানভাস আঁকেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে তাঁর সঙ্গে আরও ঠাকুর তৈরির জন্য একাধিক মৃৎশিল্পী রেখেছেন। তাদের মধ্যে একজন প্রণবেশ মন্ডল জানিয়েছেন, “ঠাকুর তৈরির ব্যাপারে মূল কাজ করেন গোকুলবাবু। বাকিরা অন্যান্য কাজ করেন। দীর্ঘদিন ধরে তাঁরা গোকুলবাবুকে এই কাজ করতে দেখছেন।” এ নিয়ে মৃৎশিল্পী গোকুল দাস জানিয়েছেন, “মায়ের কাজে আনন্দ বেশি। পরিশ্রম হলেও ক্লান্তি আসে না শরীরে।” এভাবেই রোজ কাজ করে চলেছেন গোকুলবাবু। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন তরুণ প্রজন্ম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Idol: হাতে সরকারি চাকরি, অভাব নেই বললেই চলে, তবুও পুজো এলেই গড়েন প্রতিমা! কেন জানলে স্যালুট জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল