শনিবার সকালে শান্তিপুর রেলবাজার এলাকার দেবনাথ মার্কেটে একটি সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে। দোকানে গিয়ে দেখা যায় কোলাপসিবল গেটের তালা ভাঙা এবং গ্রিল কাটা। দোকান মালিকপক্ষের দাবি ছিল, দোকান থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো এবং এক লক্ষ টাকা নগদ চুরি হয়েছে।
এখন দেখছেন স্থল? আগে এই ৫ স্থানই ছিল অথৈ সমুদ্রের তলায়! জানেন কোনগুলো?
advertisement
ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ দোকানে লাগানো স্পাই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, দোকানের ডিসপ্লেতে আদৌ কোনও সোনার গয়না ছিল না। এরপর দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে, তাঁর বাড়ি থেকেই সমস্ত সোনা উদ্ধার করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া সোনা ও রুপো বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোকান মালিকের প্রায় ৫০ লক্ষ টাকার ব্যাঙ্ক লোন রয়েছে এবং প্রায় এক কোটি টাকার একটি ইন্স্যুরেন্স পলিসিও রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার উদ্দেশ্যেই চুরির এই গল্প সাজানো হতে পারে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রাপ্ত সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে। একই এলাকায় ঘটে যাওয়া অন্য একটি চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যাদের শনাক্ত করা হয়েছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তাড়াহুড়ো করে বলে ফেলেছি চুরির কথা, দাবি দোকান মালিকের ছেলের।
