সূত্রের খবর, জয়ন্ত বাড়ির কাছের জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। সেই ধান কাটার কাজ করার সময় হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টি শুরু হতেই ধানগুলি একত্রিত করার কাজ করছিলেন তিনি। এই কাজে সহযোগিতা করছিলেন তাঁর জেঠিমা।
আরও পড়ুন: বেনারসের আদলে গঙ্গারতি, ভিন্ন ভিন্ন আঙ্গিকে কীর্তন! নামখানায় জোয়ার বয়ে এনেছে চৌদ্দমাদল উৎসব
advertisement
এই কাজ করার সময় আচমকা বজ্রপাত হয়। বজ্রপাতের পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন জয়ন্ত মন্ডল। পাশে থাকা জেঠিমা কিছুটা দূরে ছিটকে পরেন। ঘটনার পর অন্য জমি থেকে কাছে থাকা ব্যক্তিরা ছুটে আসে। এরপর জয়ন্ত ও তার জেঠিমাকে নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। এরপর চিকিৎসকরা সেখানেই জয়ন্তকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় মালতি মন্ডল সেখানে চিকিৎসাধীন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলেই।
নবাব মল্লিক