South 24 Parganas News: বেনারসের আদলে গঙ্গারতি, ভিন্ন ভিন্ন আঙ্গিকে কীর্তন! নামখানায় জোয়ার বয়ে এনেছে চৌদ্দমাদল উৎসব

Last Updated:

চৌদ্দমাদল উৎসব খুশির জোয়ার বয়ে আনে নামখানায়

+
রাধাকৃষ্ণ

রাধাকৃষ্ণ

নামখানা: চৌদ্দমাদল উৎসব খুশির জোয়ার বয়ে আনে নামখানায়। প্রতিবছর নামখানা শিবরামপুর গায়েনের বাজার এলাকায় এই উৎসব আয়োজিত হয়। এবছর সেই উৎসব মহাসমারোহে পালন করা হচ্ছে। নগর পরিক্রমার মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব। এ নিয়ে উৎসব কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার দিন্দা বলেন, “নামখানা ব্লকের গায়েনের বাজারে আজ থেকে ১৮ বছর পূর্বে এই চৌদ্দমাদল উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাকে বজায় রাখা হয় প্রতিবছর।”
খুব একটা পুরোনো মেলা না হলেও অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই মেলা। এখানে বিভিন্ন আঙ্গিকে কীর্তন গান হয়। এছাড়াও এবছর নদী বক্ষে বেনারসের আদলে দুই দিন গঙ্গারতি করা হবে। এই মেলায় উপস্থিত হয়েছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ আরও একাধিক ব্যক্তি। এই মেলা যে কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। প্রতিবছর এই মেলা হোক সেটাই এখন চান সকলে।
advertisement
advertisement
এই এলাকায় এখন একটি সুসজ্জিত মন্দির তৈরি করা হয়েছে। সেখানে পুজোও হয়। তবে এই মেলায় সময় ভিড় জমান সকলে। এই মেলা উপলক্ষ্যে স্থানীয় মানুষজন বাড়িতে চলে আসেন। এলাকায় বয়ে যায় খুশির জোয়ার।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বেনারসের আদলে গঙ্গারতি, ভিন্ন ভিন্ন আঙ্গিকে কীর্তন! নামখানায় জোয়ার বয়ে এনেছে চৌদ্দমাদল উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement