মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগেই প্রথমে দুই পাড়ার মধ্যে বচসা শুরু হয়। মহেশতলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। আলমপুর মাদ্রাসা পাড়া ও কুদ্দুস পাড়ার মধ্যে সংঘর্ষ শুরু হলে শুরু হয় ইট বৃষ্টি। এই ইট বৃষ্টির জেরে বেশ স্থানীয়রা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
advertisement
আরও পড়ুন: হেরিটেজ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে ভর্তির দারুণ সুযোগ! ২০০ আসন ফাঁকা, দেখে নিন কোন বিভাগে কত?
কীভাবে এই ঘটনা এত বড় আকারে সংঘর্ষে রূপ নিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার এক পাড়ার মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের ঘটনা নিয়ে দুই পাড়ার মধ্যে চাপা উত্তেজনা চলছিল। সেই সময় অন্য পাড়া থেকে কিছু ব্যক্তি এসে এই ঘটনা নিয়ে উস্কানি দেয়। যার জেরেই এই ঘটনা ঘটে। এই ইট বৃষ্টির ঘটনায় দুই পাড়ার প্রায় ৫০-৬০ জন জড়িয়ে পড়ে। ক্রমে ঘটনা বড় আকার নেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। কিভাবে দ্রুত এত লোক জড়ো হল সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। ইটবৃষ্টির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে আটজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে গিয়েছে এলাকা থেকে।