Kali Puja 2025: গ্রামের মাটিতে ঢাকের বাদ্যি, প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রাচীন কালীপুজো
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kali Puja 2025: প্রথমে দেবীর জন্য নির্মিত হয়েছিল একটি ছোট বেদী, সেখান থেকেই শুরু রাঙ্গুনীর কালীপুজোর যাত্রা। ধীরে ধীরে ভক্তদের আন্তরিকতা ও ভালোবাসায় গড়ে ওঠে আজকের মনোরম ও মহিমাময় রাঙ্গুনী কালীমন্দির।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রার রাঙ্গুনী গ্রামের কালীপুজো। আজ থেকে প্রায় ৫৩ বছর আগে কলকাতার কালীঘাটের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ রাঙ্গুনী গ্রামে এই কালীপুজো শুরু করেন। জানা যায়, একসময় রাঙ্গুনীর এই এলাকা ছিল নির্জন ও জনশূন্য। পাশেই ছিল একটি শ্মশান ঘাট, ফলে সন্ধ্যার পর এখানে কেউ আসতেন না। সেই নির্জন সময়ে হঠাৎই এক অজ্ঞাত সন্ন্যাসীর আগমন ঘটে এই স্থানে।
তিনি কিছুদিন ধ্যান ও তপস্যায় নিযুক্ত থাকেন, তারপর একদিন রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান। তার প্রস্থানের পর স্থানীয় মানুষজন বিশ্বাস করেন সন্ন্যাসীর পদধূলিতে এই স্থান পবিত্র হয়েছে। সেই ভাবনা থেকেই শুরু হয় কালীপুজো করার উদ্যোগ। ঠিক সেই সময় আদ্রা সফরে এসে পড়েন কালীঘাটের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ। গ্রামবাসীদের আন্তরিক আহ্বানে তিনি নিজে উপস্থিত হয়ে রাঙ্গুনী গ্রামের এই স্থানে দেবী কালীকে প্রতিষ্ঠা করেন এবং পুজোর সূচনা করেন।
advertisement
প্রথমে দেবীর জন্য নির্মিত হয়েছিল একটি ছোট বেদি, সেখান থেকেই শুরু রাঙ্গুনীর কালীপুজোর যাত্রা। ধীরে ধীরে ভক্তদের আন্তরিকতা ও ভালবাসায় গড়ে ওঠে আজকের মনোরম ও মহিমাময় রাঙ্গুনী কালীমন্দির। বর্তমানে এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, রাঙ্গুনী গ্রামের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। পুজোর দিনগুলোয় গোটা গ্রাম ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। চারপাশে বাজে ঢাকের শব্দ, জ্বলে প্রদীপের আলো, আর ভক্তিময় পরিবেশে রাঙ্গুনী গ্রাম আলোকিত হয়ে ওঠে এই প্রাচীন পুজোর মহিমায়।
advertisement
advertisement
আরও পড়ুন : বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম জড়িয়ে আছে ২৫০ বছরের প্রাচীন এই কালীপুজোয়
নবদ্বীপ থেকে আগত স্বামী প্রেমানন্দ গিরি মহারাজ বলেন “একসময় এই জায়গা ছিল নির্জন ও ভয়াবহ। কেউ আসত না এখানে। কিন্তু সন্ন্যাসীর আগমনের পরই এই স্থান পবিত্রতা লাভ করে। পরে ব্রহ্মানন্দ গিরি মহারাজের হাত ধরেই এখানে কালীপুজোর সূচনা হয়, যা আজ এক ঐতিহ্যে পরিণত হয়েছে।” আজও সেই আধ্যাত্মিক আবহ ও ভক্তির জোয়ারে রাঙ্গুনী গ্রাম আলোকিত হয়ে থাকে বহু প্রজন্ম ধরে বয়ে চলা কালীপুজোর মহিমায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 11:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: গ্রামের মাটিতে ঢাকের বাদ্যি, প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রাচীন কালীপুজো