TRENDING:

Job Alert: সুর্বণ সুযোগ! প্রসার ভারতীতে গণমাধ্যমে চাকরির বড় সুযোগ, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Last Updated:

Job Alert: প্রসার ভারতীতে গণমাধ্যমে বিশাল কাজের সুযোগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চাকরির বিশাল সুযোগ! দেশের সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী এবার বিভিন্ন মিডিয়া পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমে আগ্রহী প্রার্থীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। মোট ৫৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে – ৭ অক্টোবর ২০২৫ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৫। প্রার্থীরা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রসার ভারতী
প্রসার ভারতী
advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে। কী কী পদ রয়েছে! প্রসার ভারতীতে সিনিয়র করেসপন্ডেন্ট এর ২টি পদ, অ্যাঙ্কর-কাম-করেসপন্ডেন্ট (গ্রেড–II) ৭টি পদ, অ্যাঙ্কর-কাম-করেসপন্ডেন্ট (গ্রেড–III) ১০টি পদ, বুলেটিন এডিটর এর ৪টি পদ,ব্রডকাস্ট এক্সিকিউটিভ এর ৪টি পদ,ভিডিও পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এর ২টি পদ, অ্যাসাইনমেন্ট কো-অর্ডিনেটর এর ৩টি পদ, কনটেন্ট এক্সিকিউটিভ এর ৮টি পদ, কপি এডিটর এর ৭টি পদ, কপি রাইটার এর ১টি পদ, প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট এর ৬টি পদ, ভিডিওগ্রাফার এর ৫টি পদ।

advertisement

আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে।সিনিয়র করেসপন্ডেন্ট: সাংবাদিকতা বা গণমাধ্যমে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা।অ্যাঙ্কর-কাম-করেসপন্ডেন্ট (গ্রেড II/III): সাংবাদিকতা, গণযোগাযোগ বা ভিজ্যুয়াল যোগাযোগে ডিগ্রি/ডিপ্লোমা। বুলেটিন এডিটর: সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা। ব্রডকাস্ট এক্সিকিউটিভ: রেডিও/টিভি প্রোডাকশনে ডিগ্রি বা পেশাদার ডিপ্লোমা। ভিডিও পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: ফিল্ম ও ভিডিও এডিটিং-এ ডিপ্লোমা।

advertisement

View More

আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

অ্যাসাইনমেন্ট কো-অর্ডিনেটর, কনটেন্ট এক্সিকিউটিভ, কপি এডিটর, কপি রাইটার, প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট: সাংবাদিকতা বা গণযোগাযোগে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা। ভিডিওগ্রাফার: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ এবং সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে ডিগ্রি/ডিপ্লোমা। যোগ্য প্রার্থীরা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট শর্ত ও বেতন কাঠামো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। মিডিয়া, সাংবাদিকতা ও সম্প্রচার ক্ষেত্রে যারা পেশাগত ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: সুর্বণ সুযোগ! প্রসার ভারতীতে গণমাধ্যমে চাকরির বড় সুযোগ, জেনে নিন কীভাবে আবেদন করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল